পিএসএল টি-টোয়েন্টি: লাহোর কালান্দার্স চ্যাম্পিয়ন

ছবি: ডেইলি সান
‘অবিশ্বাস্য’ জয়ে পাকিস্তান প্রিমিয়ার লিগ ‘পিএসএলে’ চ্যাম্পিয়ন হয়েছে সাকিব-মিরাজ-রিশাদদের লাহোর কালান্দার্স। লাহোরের ফাইনালে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের দেওয়া ২০২ রানের লক্ষ্যমাত্রা এক বল আগে চার উইকেট হারিয়ে টপকে যায় শাহিন শাহ আফ্রিদির দল।
গাদ্দাফি স্টেডিয়ামে রবিবার (২৫ মে) রাতের ফাইনালে টস জিতে ব্যাটিং বেছে নেন কোয়েট্টার অধিনায়ক সাউদ শাকিল। সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজকে বসিয়ে রেখে অপর বাংলাদেশী ক্রিকেটার রিশাদ হোসেনকে একাদশে সুযোগ দেয় লাহোর। এই লেগ স্পিনার চার ওভারে ৪২ রান দিয়ে একটি উইকেট নেন। লাহোরের বোলিংয়ে সেরা সাফল্য আফ্রিদির। চার ওভারে ২৪ রান দিয়ে তিন উইকেট পাওয়া এই স্ট্রাইক পেসার কোয়েট্টার হয়ে ৪৩ বলে সর্বোচ্চ ৭৬ রান করা হাসান নাওয়াজকে ফেরান।
২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০১ রানের চ্যালেঞ্জ ছোঁড়ে লিগ পর্বে শীর্ষে থাকা দলটি। জবাবে ফখর জামান ১০ বলে ১১ করে ফিরলে মোহাম্মদ নাইমের ২৭ বলে ৪৬ ও আবদুল্লাহ শফিকের ২৮ বলে ৪১ রানে ম্যাচে ভালোমতোই থাকে লাহোর। শেষ তিন ওভারে জয়ের জন্য ছয় উইকেট হাতে রেখে প্রয়োজন হয় তাদের ৪৭ রান। কুসাল পেরেরা ও সিকান্দার রাজা পঞ্চম উইকেট অবিচ্ছিন্ন থেকেই এক বল আগে দলকে 'অবিশ্বাস্য' জয় উপহার দেন।
কুসাল ৩১ বলে পাঁচ চার ও চার ছক্কায় ৬২, রাজা ৭ বলে দুটি করে চার ও ছক্কায় ২২ রান করে অপরাজিত থাকেন। কুসাল ফাইনাল-সেরা, কোয়েট্টার নাওয়াজ সিরিজ-সেরা হন।
বিভি/এমআর
মন্তব্য করুন: