ব্রাজিলের দল ঘোষণা আনচেলত্তির, জায়গা পাননি নেইমার

ব্রাজিলের কোচ হিসেবে প্রথম দল ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা পাননি চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা ব্রাজিলিয়ান তারকা নেইমার।
সোমবার (২৬ মে) ব্রাজিলে পৌঁছেই দল ঘোষণা করেন আনচেলত্তি। এর আগে রিও ডি জেনিরোতে ব্রাজিলের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় তাকে। ৬৫ বছরের এই হাই-প্রোফাইলড কোচ সেখানে বলেন, বিশ্বের সেরা দলের দায়িত্ব পেয়ে তিনি গর্বিত। ব্রাজিলকে আবার চ্যাম্পিয়ন করাই তার মূল লক্ষ্য। আর সেজন্য তার এখন অনেক কাজ।
আনচেলত্তির ঘোষিত ২৬ জনের দলে নেইমারের জায়গা না পাওয়া ছাড়া আলোচিত ঘটনা, কাসেমিরোর ফেরা। ম্যানচেস্টার ইউনাইটেডের ৩৩ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরলেন। দুই ফরোয়ার্ড টটেনহামের রিশার্লিসন ও আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেল্লির সঙ্গে রিয়াল বেতিসের উইঙ্গার আন্তনি-ও ফিরেছেন। বাদ পড়েছেন গিয়ের্মে আরানা, গ্যাব্রিয়েল মাগালিয়াইস ও মুরিলো।
দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে আগামী ৫ জুন ইকুয়েডর ও ১০ জুন প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে ব্রাজিল। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের চার রয়েছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শীর্ষ ছয়টি দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলটিও আন্তঃমহাদেশীয় প্লে-অফ পেরিয়ে সুযোগ পেতে পারে।
বিভি/এসজি
মন্তব্য করুন: