কাল বাংলাদেশ-পাকিস্তান ১ম টি-টোয়েন্টি, ম্যাচ শুরু কখন?

বাংলাদেশের অধিনায়ক লিটন দাস, বোলিং কোচ শন টেইট ও দুই পেসার হাসান ও শরিফুল।
বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াচ্ছে বুধবার। লাহোরে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচ। আমিরাতের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে পাকিস্তানে সিরিজ জয়ের আশা করছেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স।
আমিরাতের কাছে ২-১ এ টি-টোয়েন্টি সিরিজ হারের তিক্ততা নিয়েই পাকিস্তানের বিপক্ষে খেলতে নামছে লিটন দাসের দল। অধিনায়ক লিটন,ইমন, শান্ত, হৃদয়সহ দলের বেশিরভাগ ব্যাটসম্যানদের ফর্মহীনতায় সিরিজটা কঠিন চ্যালেঞ্জের বাংলাদেশের জন্য। তার উপর ইনজুররি কারনে খেলছেন না দেশসেরা পেসার তাসকিন ও মুস্তাফিজ।
ভারত-পাকিস্তান যুদ্ধের ভয়াবহতায় সিরিজে থেকে নিজেকে সরিয়ে নেন নাহিদ রানা। পেস বোলিংয়ের শক্তিও কমে গেছে সফরকারী দলের। শরিফুল, তানজিম সাকিব, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ থেকে তিনজন পেসার খেলবেন প্রথম টি-টোয়েন্টিতে। সিরিজের প্রস্তুতিতে সোমবার ও মঙ্গলবার অনুশীলন করেছে বাংলাদেশ।
পাকিস্তান সুপার লিগে দায়িত্ব শেষ করে দলে যোগ দিয়েছেন পেস বোলিং কোচ শন টেইট ও স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। সৌম্য সরকার ব্যাক ইনজুরিতে ছিটকে পড়ায় স্পিন বোলিং শক্তি বাড়াতে দলে নেয়া হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। মিরাজ পিএসএল এ চ্যাম্পিয়ন লাহোর ক্যালান্দার্স দলে থাকলেও খেলেননি কোন ম্যাচ। তবে পিএসএল এ এই আসরে সেরা স্পিনার রিশাদ হোসেন আছেন দলে।
বিভি/এজেড
মন্তব্য করুন: