ঢাকায় আজ শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ

ঢাকায় চার দল নিয়ে আজ শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। বসুন্ধরা কিংস অ্যারেনায় উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলংকা।
শুক্রবার (১১ জুলাই) দুপুর তিনটায় শুরু হবে ম্যাচটি। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় লড়বে ভুটান ও নেপাল।
চার দলের এই টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। ডাবল রাউন্ড লিগ পদ্ধতিতে হবে এই আসর। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী কোনো ফাইনাল নেই। প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। ছয় ম্যাচ শেষে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন। ভারত অংশ না নেওয়ায় বাংলাদেশকে ফেভারিট মানছে প্রতিপক্ষ তিন দল।
সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল শেষ হবে আগামী ২১ জুলাই। স্বাগতিক বাংলাদেশের চোখ শিরোপায়। তাই এশিয়ান কাপ বাছাই খেলে আসা দলের সাত ফুটবলারকে অনূর্ধ্ব-২০ দলে রেখেছেন কোচ পিটার বাটলার। এই দলেরও নেতৃত্ব আফিদা খন্দকারের কাঁধে।
জাতীয় দলের অনেক খেলোয়াড় থাকলেও এই আসরে নতুনদের বেশি সুযোগ দিতে চান বাটলার। তার মতে খেলোয়াড় গড়ে তোলার জন্য এটি দারুণ একটি টুর্নামেন্ট। ভবিষ্যত ঋতুপর্ণা, মনিকাদের খুঁজে পেতে চান স্বাগতিক কোচ। শিষ্যদের অনুশীলনে প্রস্তুত করেছেন তিনি।
বাটলারের হাত ধরেই মিয়ানমারে নারী এশিয়ান কাপ বাছাইয়ে অপরাজিত থেকেছে জাতীয় দল। যোগ্যতা অর্জন করেছে প্রথমবার নারী এশিয়ান কাপে খেলার। সাফ নারী অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টেও অজেয় থাকার প্রত্যাশা বাংলাদেশের।
বিভি/টিটি
মন্তব্য করুন: