এএফসি নারী অনূর্ধ্ব-২০ বাছাই ফুটবল
বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া গ্রুপ চ্যাম্পিয়নশিপ নির্ধারণী ম্যাচ আজ

ফাইল ছবি
লাওসে এএফসি নারী অনূর্ধ্ব-২০ বাছাই ফুটবলে আজ বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া গ্রুপ চ্যাম্পিয়নশিপ নির্ধারণী ম্যাচ। ভিয়েনতিয়েনের নিও লাও স্টেডিয়ামে রবিবার (১০ আগস্ট) বিকাল তিনটায় মাঠে গড়াবে ‘এইচ’ গ্রুপে'র ম্যাচটি। প্রথমবার মূল পর্বের টিকেট নিতে বাংলাদেশকে ড্র করলেই চলবে।
বাছাই পর্বে প্রথম ম্যাচে সাগরিকার জোড়া গোলে স্বাগতিক লাওসকে ৩-১'এ হারায় বাংলাদেশ। পরের ম্যাচে তৃষ্ণার হ্যাটট্রিকে তিমুর লিস্তেকে বিধ্বস্ত করে ৮-০ গোলে।
বয়সভিত্তিক এই টুর্নামেন্টে এবার মূল পর্বে খেলার চ্যালেঞ্জ বাংলাদেশের। শেষ ম্যাচে দু'বারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করলেই স্বপ্ন পূরণ হবে আফঈদা-সাগরিকা-তৃষ্ণাদের। চ্যালেঞ্জটা কঠিন হলেও অগ্নিকন্যাদের দুরন্ত নৈপুণ্য আশার আলো দেখাচ্ছে। কাগজে কলমে পাথর্ক্য থাকলেও মাঠের লড়াইয়ে কোরিয়ানদের চেয়ে এগিয়ে বাটলারের শিষ্যরা।
গ্রুপে প্রথম দুই ম্যাচে ১১ গোল বাংলাদেশের, ১০ গোল দক্ষিণ কোরিয়ার। চ্যাম্পিয়ন হলে সিনিয়র দলের পর অনূর্ধ্ব-২০ পর্যায়েও বাংলাদেশ যোগ্যতা অর্জন করবে নারী এশিয়ান কাপে খেলার। দক্ষিণ কোরিয়ার কাছে হারলেও সুযোগ থাকবে সেরা তিন রানার্সআপ দলের একটি হয়ে মূল পর্বে যাওয়ার।
দেশের মাটিতে সাফ অনুর্ধ্ব-২০ নারী ফুটবলের শিরোপা জেতা দলটি এখন পর্যন্ত টানা ৮ ম্যাচে অপরাজিত। দলটিতে খেলছেন জাতীয় দলের ৯ জন ফুটবলার।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: