• NEWS PORTAL

  • বুধবার, ১৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

হঠাৎ ভেঙে পড়লো রক্ষণভাগ, কোরিয়ান গতিতে পরাস্ত বাংলাদেশ

প্রকাশিত: ১৮:১৩, ১০ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
হঠাৎ ভেঙে পড়লো রক্ষণভাগ, কোরিয়ান গতিতে পরাস্ত বাংলাদেশ

বাছাইপর্বের শেষ ম্যাচ ছিল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। এই ম্যাচে জয় পেলে বা ড্র করলেই অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিতো বাংলাদেশ। কিন্তু বিধিবাম! টানা জয়ে উড়তে থাকা বাংলাদেশ দলকে মাটিতে নামিয়ে আনলো শক্তিশালী দক্ষিণ কোরিয়া। ভিয়েনতিয়েনের নিও লাও স্টেডিয়ামে ৬-১ গোলের বড় ব্যবধানে হার দিয়ে বাছাইপর্ব শেষ করলো পিটার বাটলারের শিষ্যরা

ম্যাচের ১৫ মিনিটে শান্তি মার্ডির বাঁ দিক থেকে বাড়ানো ক্রসে শ্রীমতি তৃষ্ণার নিখুঁত শটে এগিয়ে যায় লাল-সবুজের মেয়েরা। এর আগে দ্বিতীয় মিনিটেই সাগরিকার শট গোলরক্ষকের হাতছোঁয়া হয়ে ফেরে, আর উইঙ্গার শিখা ও শান্তির ধারাবাহিক আক্রমণে ব্যস্ত থাকে কোরিয়ান ডিফেন্স। রক্ষণভাগও প্রথম ১০ মিনিটে চারটি আক্রমণ অফসাইড ফাঁদে ফেলতে সফল হয়।

কিন্তু এগিয়ে থাকার আনন্দ বেশিক্ষণ টিকল না। ১৯ মিনিটে লি হায়ুনের গোলে সমতায় ফেরে কোরিয়া। এরপর গোলরক্ষক স্বর্ণা রানীর একাধিক দারুণ সেভে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

বিরতির পর ম্যাচের চিত্র পাল্টে যায় পুরোপুরি। কোরিয়ার গতিময় আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয় বাংলাদেশের রক্ষণভাগ। একে একে আরও পাঁচ গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় দলটি। র‍্যাঙ্কিংয়ে ৮৩ ধাপ পিছিয়ে থেকেও প্রথমার্ধে দুর্দান্ত লড়াই করেছিল আফঈদা খন্দকারের নেতৃত্বাধীন দল। কিন্তু দ্বিতীয়ার্ধের ব্যর্থতা শেষ হাসি হাসতে দিল না।

বিভি/এজেড

মন্তব্য করুন: