৮ম সোতোকান কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৫ অনুষ্ঠিত

সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় কারাতে ফেডারেশনের তত্ত্বাবধানে ও সোতোকান করাতে-দো বাংলাদেশ (কিউকাই) এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় "৮ম সোতোকান কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৫"।
এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৬ শতাধিক প্রতিযোগী কাতা এবং কুমিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে এবিসি মার্শাল আর্ট অ্যাকাডেমির ২৮ জন ছেলে ও মেয়ে প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১১টি স্বর্ণপদক ১১ টি রৌপ্যপদক এবং ৬টি তাম্র পদকসহ মোট ২৮টি পদক অর্জন করে "সেকেন্ড রানার্স আপ" হওয়ার গৌরব অর্জন করেন।
চ্যাম্পিয়নশিপে একক কাতা প্রতিযোগিতায় অংশ নিয়ে খন্দকার আইয়ান ফারজাদ স্বর্ণ পদক, ফায়াজ বিন ইনসাদ আদিব রৌপ্য পদক, আয়মান সাফির রৌপ্য পদক, সাফওয়ান আব্দুল্লাহ ইজান স্বর্ণ পদক, আদিয়াত রহমান স্বর্ণ পদক, নুবাইদ আল মুসনাদ স্বর্ণ পদক , নুরাজ জাহারান তাসিফ স্বর্ণপদক, ওফিয়া জুহানা কোবির রৌপ্য পদক, মাহাদি আল মোবাশির তাম্র পদক, সাদাকাত আলমগীর আফনান স্বর্ণ পদক, মাহির বিল্লাহ তাম্র পদক, আরাধ্য সিং তাম্র পদক, মারিয়াম জামান নুবা স্বর্ণ পদক, শূফি উল্লাহ সান রৌপ্য পদক , ফেরদৌস মাহমুদ রৌপ্য পদক, জেবাদিয়া রাইদা হাসান সুহা স্বর্ণ পদক, আরহাম উর রশিদ রৌপ্য পদক , খন্দকার আদিল ফাওয়াদ স্বর্ণ পদক, জুহায়ের আব্দুল্লাহ সায়ান স্বর্ণ পদক, আজমাইন রেজওয়ান রৌপ্য পদক, মাসুক ইমাম অর্ক রৌপ্য পদক, তাইয়েবা রৌপ্য পদক, তাওসিফ আমিন স্বর্ণ পদক, জারিফুল রহমান রৌপ্য পদক,সাইফান হাসান আরাফ রৌপ্য পদক , সাইহান হাসান আরাফাত স্বর্ণ পদক।
অন্যদিকে একক কুমিতে প্রতিযোগিতায় অংশ নিয়ে জারিফুর রহমান স্বর্ণ পদক, খন্দকার আদিল ফাওয়াদ রৌপ্য পদক , জুহায়ের আব্দুল্লাহ সায়ান রৌপ্য পদক, মালভিন অনোগক মালাকার তাম্র পদক অর্জন করেন ।
পদক অর্জনকারীদের কোচের দায়িত্ব পালন করেন জাতীয় এবং আন্তর্জাতিক কারাতে প্রশিক্ষণ মো. আমিরুল শেখ অনু ; টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন অর্পণ জামান এবং সার্বিক সহযোগিতায় ছিলেন এবিসি মার্শাল আর্ট অ্যাকাডেমির ভাইস প্রেসিডেন্ট মো. খালেকুজ্জামান (শামীম) ও এবিসি মার্শাল আর্ট একাডেমি সদস্য জনাব মো. মামুন।
বিভি/এজেড
মন্তব্য করুন: