টপ এন্ড টি-টোয়েন্টির দ্বিতীয় ম্যাচে জিতলো বাংলাদেশ

হার দিয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করলেও ঘুরের দাঁড়িয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩২ রানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। বাংলাদেশের ১৮৬ রানের জবাবে নেপাল গুটিয়ে গেছে ১৫৪ রানে। এর আগে পাকিস্তান শাহীনসের কাছে হেরেছিল টাইগাররা।
শনিবার (১৬ আগস্ট) ডারউইনে টসে জিতে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার নাঈম শেখ এবং জিসান আলমের ব্যাটে চড়ে ঝড়ো শুরু পায় বাংলাদেশ। পাওয়ারপ্লের ৬ ওভারে বিনা উইকেটে ৫৩ রান তোলে টাইগাররা।
১৮ বলে ২৫ রানে নাঈম সাজঘরে ফিরলে ৬০ রানে ওপেনিং জুটি ভাঙে। তিনে নেমে সাইফ হাসানও বেশি একটা সুবিধা করতে পারেননি। ১১ বলে ১১ রান করে বিদায় নেন সাইফ। তবে টিকে ছিলেন আরেক ওপেনার জিসান। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে ফিফটিও ছুঁয়ে ফেলেন।
চারে নামা আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে একটা জুটি গড়েন। ৪৫ বলে ৭১ রানের ঝলমলে ইনিংস খেলে বিদায় নেন জিসান। অধিনায়ক নুরুল হাসান সোহানও তেমন সুবিধা করতে পারেননি। ১১ বলে ৫ রানের ইনিংস খেলে বিদায় নেন অধিনায়ক সোহান। ২৩ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন আফিফ। নির্ধারিত ২০ ওভার শেষে ১৮৬ রানের পুঁজি পায় বাংলাদেশ।
নেপালের হয়ে ২ উইকেট শিকার করেন রিজান ধাকাল। ১টি করে উইকেট তোলেন কারান কেসি, নন্দন যাদব এবং সন্দ্বীপ লামিচানে।
বড় সংগ্রহের জবাব দিতে নামা নেপালকে প্রথম ধাক্কাটা দেন হাসান মাহমুদ। দলের ১৩ রানের মাথাতে ৭ বলে ১৩ রান করে সাজঘরে ফিরে যান কুশল ভুরটেল। এরপর ১০ বলে ১৫ রান করা লোকেশ বামকে ফেরান রাকিবুল হাসান।
অধিনায়ক রোহিত পাউডেল ফিরে যান ১৩ বলে ১০ রানে। ক্রিজে নেমে সুবিধাই করতে পারছিলেন না নেপালি ব্যাটাররা। টিকে থাকা আসিফ শেখ ২৪ বলে ২৮ রানে ফেরেন। শেষ দিকে লড়ে গেছেন কুশল মালা।
তবে রান রেটের সাথে সেভাবে পাল্লা দিতে পারেননি। তবুও ব্যাট হাতে লড়াই থামাননি। বাকিরা অবশ্য তাকে সেভাবে সঙ্গ দিতে পারছিলেন না। যার ফলে নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়েছে নেপাল।
শেষ দিকে ফিফটি ছুঁয়েছেন কুশল। তবে দলকে জেতাতে পারেননি। কুশলের সুবাদে পুরো ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে নেপাল। ম্যাচটা বাংলাদেশ জিতে নেয় ৩২ রানে।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে মাত্র ১৮ রান খরচায় ৩ উইকেট শিকার করেন রাকিবুল হাসান। ২ উইকেট তোলেন হাসান মাহমুদ। ১টি করে উইকেট নেন রিপন মন্ডল এবং তোফায়েল আহমেদ।
বিভি/এজেড
মন্তব্য করুন: