সাফ নারী অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপ
আজ ভুটানের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা

ভুটানের থিম্পুতে আজ (বুধবার, ২০ আগস্ট) থেকে শুরু হচ্ছে সাফ নারী অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপ। চার দলের এই টুর্নামেন্টে প্রথম দিনেই মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ স্বাগতিক দল। সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে ম্যাচটি।
বয়সভিত্তিক সাফ ফুটবলের যে কোনো ক্যাটাগরিতে বাংলাদেশের মেয়েদের আধিপত্য স্পষ্ট। লাওসে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্ব নিশ্চিত করে এবার অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ লাল-সবুজের মেয়েরা। ২৩ সদস্যের স্কোয়াডে আছেন সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়ন দলের ১৫ ফুটবলার।
টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, স্বাগতিক ভুটান ও নেপাল। চার দলের প্রত্যেকে একে অন্যের সঙ্গে দুবার করে লড়াই করার পর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি শিরোপা জিতবে।
সংবাদ সম্মেলনে অধিনায়ক অর্পিতা বলেছেন, তাদের দলটি বেশি দিনের নয়। দেড় মাসের টিম। দলের সবাই এত দিন কঠোর পরিশ্রম করেছে। সবারই চেষ্টা থাকবে, ম্যাচ ধরে ধরে খেলার এবং ভালো কিছু করার।
হেড কোচ মাহবুবুর রহমান লিটু বলেছেন, প্রস্তুতি ভালোই হয়েছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: