• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

লিটন ঝড়ের মধ্যেই সিলেটে বৃষ্টি, বন্ধ বাংলাদেশের ম্যাচ

প্রকাশিত: ১৯:১১, ৩ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
লিটন ঝড়ের মধ্যেই সিলেটে বৃষ্টি, বন্ধ বাংলাদেশের ম্যাচ

১৬ বলে ৪২ রানে ক্রিজে আছেন লিটন দাস।

মাত্র ৪ ওভারেই ৬০ রান। মারকাটারি ব্যাটিংয়ে রানের ঝড় তুলেছিলেন লিটন দাস। কিন্তু হুট করেই বৃষ্টি নামলো সিলেটে। আর তাতেত বন্ধ হলো বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি। বাংলাওয়াশের লক্ষ্যে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নেমেছে টাইগাররা।

প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। ফলে ডাচদের হোয়াইটওয়াশ করার সুযোগ স্বাগতিকদের সামনে। 

বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ডাচ অধিনায়ক। টস হেরে ব্যাটিংয়ে নেমে সফরকারী বোলারদের ওপর আক্রমণাত্নক ব্যাটিং শুরু করে বাংলাদেশের ব্যাটাররা। 

লিটন দাস ব্যাট হাতে তাণ্ডব চালান। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে ১৬ বলে করেন ৪২ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪.১ ওভারে ১ উইকেট হারিয়ে ৬০ রান।

৩.১ ওভারের সময় আউট হয়ে ফিরে যান আজ ওপেনিংয়ে নামা সাইফ হাসান। ৮ বলে ১২ রান করেন তিনি। লিটন-সাইফের ওপেনিং জুটি থেকে আসে ৩৯ রান। এরপর ক্রিজে আসেন তাওহীদ হৃদয়। ব্যক্তিগত ৩ রান করে লিটনের সাথে ৭ বলে ২১ রানের জুটি গড়েছেন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তৌহিদ হৃদয়, নুরুল হাসান, জাকের আলী, শামীম হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্সওয়েল ও'ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), শরিজ আহমেদ, নোয়া ক্রোস, টিম প্রিঙ্গল, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন, ড্যানিয়েল ডোরাম।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2