• NEWS PORTAL

  • শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

জয় দিয়ে এশিয়া কাপে যাত্রা শুরু টাইগারদের

প্রকাশিত: ০০:১২, ১২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০০:১৬, ১২ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জয় দিয়ে এশিয়া কাপে যাত্রা শুরু টাইগারদের

হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় দিয়ে এশিয়া কাপে যাত্রা শুরু করলো বাংলাদেশ ক্রিকেট দল। দলটির বিপক্ষে ১৪৪ রানের টার্গেটে খেলতে নেমে ১৭ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় টাইগাররা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেছেন অধিনায়ক লিটন দাস। 

এর আগে, এশিয়া কাপের বাংলাদেশের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে বাট করতে নেমে হংকং নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৪৩ রান। হংকংয়ের হয়ে সর্বোচ্চ ৪২ রান করে নিজাকাত খান। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নিয়েছে তাসকিন, তানজিদ ও রিশান।  

এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: