• NEWS PORTAL

  • শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপ ২০২৫

পাকিস্তানের বোলিং তোপে ৬৭-তে গুটিয়ে গেলো ওমান

প্রকাশিত: ০০:০১, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পাকিস্তানের বোলিং তোপে ৬৭-তে গুটিয়ে গেলো ওমান

পাকিস্তানের বোলিং তোপে মাত্র ৬৭ রানেই গুটিয়ে গেলো ওমানের ইনিংস। শুক্রবার (১২ সেপ্টেম্বর) এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের দেওয়া ১৬১ রানের টার্গেটে খেলতে নেমে ১৬ ওভার চার বলে সব উইকেট হারায় ওমানের ব্যাটসম্যানরা। এতে ৯৩ রানের জয় পায় পাকিস্তান। 

এর আগে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তান ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান করে সালমান আঘার দল। ওয়ান ডাউনে নামা মোহাম্মদ হারিসের ঝোড়ো ব্যাটিংই মোটামুটি একটি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে সহায়তা করে পাকিস্তানকে। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই সাইম আইয়ুবের উইকেট হারায় পাকিস্তান। এরপর সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ হারিস মিলে ৮৫ রানের বড় একটি জুটি গড়ে তোলে। ২৯ বলে ২৯ রান করে আউট হয়ে যান সাহিবজাদা ফারহান। ৪৩ বলে ৬৬ রান করেন হারিস। ৭টি বাউন্ডারির সঙ্গে ছিল ৩টি ছক্কার মার।

ফাখর জামান ১৬ বলে ২৩ রানে ছিলেন অপরাজিত। ১০ বলে ১৯ রান করেন মোহাম্মদ নওয়াজ। ১৫ বলে ৯ রান করেন হাসান নওয়াজ। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে পাকিস্তান। ওমানের শাহ ফয়সাল ৩টি এবং আমির কলিম ও নেন ৩টি উইকেট। ১টি নেন মোহাম্মদ নাদিম।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: