হোয়াইটওয়াশ এড়াতে টাইগারদের প্রয়োজন ২৯৪ রান

আফগানিস্তানের সঙ্গে হওয়া ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ২৯৪ রানের লক্ষ্য পেয়েছে টাইগাররা। এর আগে দুই ম্যাচ হেরে সিরিজ আফগানিস্তানের ঘরে গিয়েছে, এখন বাকি হোয়াইটওয়াশ এড়ানো।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় আবু ধাবিতে শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগান ক্রিকেট টিম। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ২৯৩ রান। আফগানিস্তানের হয়ে ইব্রাহিম জাদরান করেছে ৯৫, মোহাম্মদ নবি অপরাজিত ৬২ ও গুরবাজ করেছে ৪২ রান।
বাংলাদেশের হয়ে ৩ উইকেট নিয়েছে সাইফ হাসান। এছাড়াও, দুটি করে উইকেট পেয়েছে হাসান মাহমুদ ও তানভির ইসলাম।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: