• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

শতকোটিরও বেশি টাকা পাচ্ছে চ্যাম্পিয়ন ভারত, বাংলাদেশ পাচ্ছে কত?

প্রকাশিত: ১৭:০৭, ৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১৭:১০, ৩ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
শতকোটিরও বেশি টাকা পাচ্ছে চ্যাম্পিয়ন ভারত, বাংলাদেশ পাচ্ছে কত?

ইতিহাস গড়ে প্রথমবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। সেই সাথে মিলছে বিরাট অঙ্কের পুরস্কারও। শিরোপা জিতে রেকর্ড অঙ্কের প্রাইজমানি তো পেয়েছেই, বোর্ডের তরফ থেকে ৫১ কোটি রুপি আর প্রাইজমানি পেয়েছে ৪২ কোটি রুপি। সব মিলিয়ে বাংলাদেশি মুদ্রায় ১২০ কোটি টাকারও বেশি পুরস্কার পাচ্ছে ভারত নারী দল।

২০২৩ সালে ঘরের মাঠে পুরুষ বিশ্বকাপের ফাইনালে শিরোপা হাতছাড়া হয়েছিল ভারতের। তবে নারীরা ঘুচিয়েছেন সেই আক্ষেপ। তাতে গোটা ভারত আনন্দে উদ্ভাসিত। নারীরা বিশ্বকাপ জয়ের পর পুরস্কার ঘোষণায় খুব একটা দেরি করেনি বিসিসিআই। 

বার্তা সংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন, ঐতিহাসিক এই অর্জনে ভারতীয় দলকে ৫১ কোটি রুপি পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যা ৭০ কোটি টাকারও বেশি। পুরো টাকাটা পাবেন ভারতীয় দলের ক্রিকেটার, কোচ, স্টাফরা।

শিরোপা জয়ের মাধ্যমে আইসিসির কাছ থেকে ভারতীয় নারী দল পেয়েছে ৪.৪৮ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় ৪২ কোটি রুপির মতো।

এদিকে রেকর্ড প্রাইজমানির এবারের নারী বিশ্বকাপে বাংলাদেশ নারী দল সপ্তম স্থান অর্জন করেছে। দশ দলের টুর্নামেন্টে একমাত্র জয় পেয়ে বাঘিনীরা পেয়েছে ৬ কোটি টাকা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2