বিশ্বকাপে একটি ম্যাচ জেতা নারীদের বেতন বাড়ালো বিসিবি
								
													সদ্য শেষ হওয়া নারীদের ওয়ানডে বিশ্বকাপে একটি মাত্র ম্যাচ জেতা বাংলাদেশ নারী ক্রিকেটারদের সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। জাতীয় নারী দলের ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নারী ক্রিকেটে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, সিরিজ চলাকালে নারী ক্রিকেটারদের দৈনিক ভাতা ৫০ ডলার থেকে বাড়িয়ে ৭৫ ডলার করা হয়েছে। একই সঙ্গে ট্যুর ফি ২৫ ডলার থেকে দ্বিগুণ করে ৫০ ডলার করা হয়েছে।
‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা এতদিন বেতন পেতেন ১ লাখ ২০ হাজার টাকা। ৪০ হাজার টাকা বাড়িয়ে তাদের বেতন করা হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা।
‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা এতদিন ১ লাখ করে পেতেন। এখন থেকে তারা পাবেন ১ লাখ ৩৫ হাজার টাকা করে।
‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে।
‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা। এ ছাড়া জাতীয় দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক যথাক্রমে ৩০ হাজার ও ২০ হাজার টাকা অতিরিক্ত পাবেন।
নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার- নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার।
‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি।
‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।
‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার।
এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।
আগামী ডিসেম্বরে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল সিরিজ খেলতে ভারত সফর করবে। ডিসেম্বরের মাঝামাঝিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ-ভারত নারী দল।
বিভি/এজেড
						


							
							
 
										
							
							
							
							
							
							
							
							
							
							
											
											
											
											
মন্তব্য করুন: