কোচ সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করলো বিসিবি
ছবি: মোহাম্মদ সালাউদ্দিন
মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র কোচের পদ ছাড়তে চান বলে আলোচনা ওঠে ক্রিকেটাঙ্গনে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়, আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই দায়িত্ব ছাড়ছেন তিনি। পরবর্তীতে তাকে রেখে দেওয়ার চেষ্টা চালানোর কথা জানান বিসিবির ক্রিকেট অপারেশন্সের এক সূত্র। খানিক বাদেই বিসিবি নিশ্চিত করেছে, সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
আজ (বুধবার) সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এই তথ্য জানিয়েছে। বাংলাদেশের মাটিতে চলতি মাসেই টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে আয়ারল্যান্ড। ওই সিরিজের পরই শেষ হচ্ছে জাতীয় দলের সঙ্গে সালাউদ্দিনের কোচিং অধ্যায়। গত বছরের নভেম্বরে তিনি দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের কোচ হয়েছিলেন।
বিসিবির বিবৃতিতে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আয়ারল্যান্ড সিরিজের পর তিনি (সালাউদ্দিন) পদত্যাগ করতে চান বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য প্রদানের পূর্বে আমরা অভ্যন্তরীণ আলোচনা করবো।’ বিসিবির নির্বাহী সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
এর আগে ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই কোচ ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পান। যা জাতীয় দলের দায়িত্বে সালাউদ্দিনের দ্বিতীয় অধ্যায়। তিনি প্রথমবার ২০০৬–২০১০ সালে বাংলাদেশের সহকারী কোচ ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে ২০১০-১১ সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ ছিলেন সালাউদ্দিন।
বিভি/এআই




মন্তব্য করুন: