• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

আবারও খেই হারালো বার্সেলোনা

প্রকাশিত: ০৯:৫২, ৬ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আবারও খেই হারালো বার্সেলোনা

ছবি: সংগৃহীত

উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া বার্সেলোনা খেই হারালো আবারও। বুধবার উয়েফা (৫ নভেম্বর) চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ক্লাব ব্রুজের বিপক্ষে তিনবার পিছিয়ে পড়ে আত্মঘাতি গোলে কোনোমতে হার এড়ায় কাতালান জায়ান্টরা। বেলজিয়ান ক্লাবটির মাঠে রোমাঞ্চকর ম্যাচটি শেষ হয় ৩-৩ সমতায়। 

ঘরের মাঠে প্রথম ভালো সুযোগেই এগিয়ে যায় ব্রুজ। ষষ্ঠ মিনিটে কার্লোস ফোর্বসের ক্রসে নিকোলো ট্রেসোল্ডি জাল খুঁজে নেন। এক মিনিট পর বার্সার ফেররান তরেস প্রায় একইভাবে গোল করে সমতা ফেরান। ১৭ মিনিটে ফের এগিয়ে যায় ব্রুজ। প্রতি আক্রমণ থেকে বল পেয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন অরক্ষিত ফোর্বস।

২৭ মিনিটে একটুর জন্য গোল পায়নি বার্সা। লামিনে ইয়ামালের পাস থেকে জুল কুন্দের শট ক্রসবারে লাগে। ৪৫ মিনিটে ইয়ামালের চমৎকার থ্রু বলে শট লক্ষ্যে রাখতে পারেননি তরেস। ৫৯ মিনিটে আবার ক্রসবারের বাধায় গোল পাননি বার্সার এরিক গার্সিয়া। পরের মিনিটে দুর্দান্ত গোলে সমতা ফেরান ইয়ামাল। ৬৩ মিনিটে ব্রুজকে ফের এগিয়ে নেন ফোর্বস। আর ৭৭ মিনিটে সৌভাগ্যের গোলে তৃতীয়বার সমতা ফেরায় বার্সা। ইয়ামালের শট ব্রুজের খ্রিস্তোস জোলিসের মাথা ছুঁয়ে জালে জড়ায়।

৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ৩৬ দলের টেবিলে একাদশ স্থানে পাঁচবারের ইউরোপ চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে ব্রুজ।

বিভি/এআই

মন্তব্য করুন: