• NEWS PORTAL

  • শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

দুই দিনের সফরে ঢাকা আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার কাফু

প্রকাশিত: ২২:২২, ৭ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
দুই দিনের সফরে ঢাকা আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার কাফু

একটি ফুটবল টুর্নামেন্টের প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে ঢাকায় আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু।  আগামী ৫ থেকে ১১ ডিম্বের জাতীয় স্টেডিয়ামে ‘এএফবি লাতিন-বাংলা সুপার কাপ' ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে তিনি বাংলাদেশে আসছেন। টুর্নামেন্টটি আয়োজন করছে এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড।

শুক্রবার (৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন আয়োজকরা জানান, আর্জেন্টিনার দল অ্যাথলেটিকো চারলনের পাশাপাশি খেলবে ব্রাজিলের সাও বার্নাদো ক্লাবের অধীনে আরেকটি বাছাইকৃত দল। এই দুই দেশের দুই ক্লাবের দলের সঙ্গে বাংলাদেশের একটি বয়সভিত্তিক দল গড়বে বাফুফে। এই প্রতিযোগিতার সমাপনী দিনে কাফু পুরস্কার প্রদান করবেন।

সংবাদ সম্মেলনে এএফবির ম্যানেজিং ডিরেক্টর এম.ডি আসাদুজ্জামান হারুন বলেন, ‘কাফুর বাংলাদেশের ভিসা হয়েছে, টিকিটও কনফার্ম। ১১ ডিসেম্বর সকালে ঢাকায় আসবেন। আমাদের সঙ্গে চুক্তিও হয়েছে। একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেটা আপনারা দেখেছেনও। আশা করছি তিনি আসবেন। ব্রাজিলের পাশাপাশি আমরা আর্জেন্টিনা থেকে ওর্তেগা, ক্যানিজিয়া এবং ভেরনকেও আনার চেষ্টা করছি।’

বিভি/পিএইচ

মন্তব্য করুন: