আমি বাংলাদেশের অংশ হতে পেরে গর্ব করতে চাই: হামজা
হামজা চৌধুরী
দেশের ফুটবল আকাশের নতুন নক্ষত্র হামজা চৌধুরী। তার আগমন যেন নতুন জোয়ার এনেছে। লাল-সবুজের সেনানীরাও যেন পেয়েছে তাদের সাহসী এক সেনাপতি। আগামী ১৩ ও ১৮ নভেম্বর নেপাল ও ভারতের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। ওই ম্যাচ দুটিতে অংশ নিতে এরই মধ্যে ঢাকায় এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তারকা।
মঙ্গলবার একটি মোবাইল অপারেটরের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচিতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। নতুন শুভেচ্ছাদূত হয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে হামজা বলেন, এখনো সত্যি বলতে অবাস্তব মনে হয়। আমি শুধু চাই এই দেশের অংশ হতে পেরে গর্ব করতে এবং যেকোনোভাবে দেশকে প্রতিনিধিত্ব করতে।
তিনি আরও বলেন, বিশেষ করে আমার বাবা-মায়ের জন্য। আমার বাবা এই দেশেই জন্মেছেন ও বড় হয়েছেন, তাই তাদের মুখে সেই হাসিটা দেখতে পাওয়াটাই আমার আসল প্রাপ্তি। প্রতিটি সন্তানই চায় তার বাবা-মাকে গর্বিত করতে, আর আমি মনে করি আমি ভাগ্যবান যে আমি পুরো জাতিকেই গর্বিত করতে পারি।
বাংলাদেশে ভক্তদের ভালোবাসা নিয়েও কথা বলেন এই ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার, আমি যে ভালোবাসা পাই, সেটা আমি খুব ভালোভাবে লালন করি। আমি চেষ্টা করি সেই ভালোবাসা ও সমর্থনটা সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে। এটা তাদেরও বারবার এখানে ফিরে আসার ইচ্ছে জাগায়। যখনই আমি বাংলাদেশ ছাড়ি, আমার বাচ্চারা বলে তারা বাংলাদেশে ফিরতে চায়। তাই ইনশাআল্লাহ, তারা মার্চে আবার ফিরে আসবে।
গত মার্চে বাংলাদেশের জার্সিতে অভিষেক হামজার। সেই থেকে বাংলাদেশে তাকে নিয়ে বিপুল আগ্রহ তৈরি হয়েছে। হামজার খেলা দেখতে ভরে যাচ্ছে গ্যালারি। ভারত ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে ছয় মিনিটের মধ্যে।
বিভি/এজেড




মন্তব্য করুন: