• NEWS PORTAL

  • বুধবার, ১২ নভেম্বর ২০২৫

বাংলাদেশি বোলারদের পরীক্ষাই নিচ্ছে আইরিশ ব্যাটসম্যানরা

প্রকাশিত: ১৭:১৭, ১১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বাংলাদেশি বোলারদের পরীক্ষাই নিচ্ছে আইরিশ ব্যাটসম্যানরা

বাংলাদেশ সফরে এসে প্রথম টেস্টের প্রথম দিনে নির্ধারিত ৯০ ওভারে ৮ ইউকেটে ২৭০ রান তুলেছে আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৯টায় সিলেটে শুরু হওয়া ম্যাচে টপ অর্ডারের ব্যাটার পল স্টারলিং করেছেন ৬০ রান। আরেক ব্যাটসম্যান কেড কারমাইকেল করেছেন ৫৯ রান।

এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে ০ রানে ওপেনার ঘরে ফিরলেও টপ ও মিডিল অর্ডারে দাপট দেখিয়েছে আইরিশ ব্যাটসম্যানরা। মিডল অর্ডারে কার্টিস চ্যাম্ফার ও লরকান টাকার করেছেন যথাক্রমে ৪৪ ও ৪১ রান।

অন্যদিকে, বাংলাদেশের হয়ে ৩ উইকেট সংগ্রহ করেছেন মেহেদি হাসান মিরাজ। হাসান মুরাদ তুলে নিয়েছেন ২ উইকেট। এছাড়াও, হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাইজুল ইসলাম নিয়েছেন ১টি করে উইকেট।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: