• NEWS PORTAL

  • বুধবার, ১২ নভেম্বর ২০২৫

চলছে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ, বিনামূল্যে দেখতে পাবেন যারা

প্রকাশিত: ১২:৪৭, ১১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
চলছে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ, বিনামূল্যে দেখতে পাবেন যারা

টস করছেন দুই অধিনায়ক শান্ত ও অ্যান্ডি বলবার্নি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে ম্যাচটি ঘিরে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ক্রিকেট একাডেমির ছাত্রছাত্রী ও শিক্ষকরা টিকিট ছাড়া বিনামূল্যে সিরিজের প্রথম টেস্ট দেখতে পারবেন।  বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগের দায়িত্বে থাকা বিসিবির পরিচালক রাহাত শামস। 

তিনি জানান, শুধু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং একাডেমির খেলোয়াড়দের জন্য ফ্রি করা হয়েছে।

বিসিবি জানিয়েছে, এ জন্য প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র সঙ্গে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে। স্টেডিয়ামে প্রবেশের জন্য নির্ধারিত গেট নম্বর ২ এবং গ্যালারিতে প্রবেশের জন্য গেট ৫ থেকে ৯ পর্যন্ত। দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থাও থাকবে।

তবে নিরাপত্তার স্বার্থে ব্যাগ, বাইরে থেকে আনা খাবার ও বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না।

সাধারণ দর্শকদের জন্যও বিসিবি ঘোষণা করেছে সাশ্রয়ী মূল্যের টিকিট। টিকিট পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়েছে গ্রিন হিল এরিয়া ও শহীদ তুরাব স্ট্যান্ডের টিকিট ৫০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ১০০ টাকা, ক্লাব হাউস ২৫০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সিলেটে এই ম্যাচে টস জিতে ব্যাটিং করছে সফরকারী আয়ারল্যান্ড। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১০ রান তুলেছে তারা।

বিভি/এজেড

মন্তব্য করুন: