বার্সেলোনার উদ্যোগ, ক্যাম্প ন্যুর সামনে হচ্ছে মেসির ভাস্কর্য
লিওনেল মেসির ভাস্কর্য নির্মাণ হচ্ছে বার্সেলোনা ক্লাবের ভেন্যু ক্যাম্প ন্যু'তে। বার্সেলোনা ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন, ক্যাম্প ন্যুর সামনে স্থাপনের জন্য তৈরী হচ্ছে মেসির ভাস্কর্য।
শুক্রবার রাতে অ্যাঙ্গালার বিপক্ষে ম্যাচের আগে স্পেনে অনুশীলন করেছে আর্জেন্টিনা দল। অন্যদিকে মেজর লিগ সকারে নাশভিলকে প্লে অফ ম্যাচে হারিয়ে আর্জেন্টিনা দলের অনুশীলনে যোগ দিতে স্পেনের আলিসান্তেতে আসেন মেসি। তবে দলের অনুশিলনে যোগ দেয়ার আগে প্রিয় ক্লাব বার্সেলোনার ন্যু-ক্যাম্প স্টেডিয়াম ঘুড়ে যান মেসি।
২০২১ সালে নিজের ইচ্ছার বিরুদ্ধে বার্সেলোনা ছাড়ার পর, এই প্রথম ক্যাম্প ন্যু'তে আসেন সর্বকালের সেরা এই ফুটবলার। দুই বছর ধরে ক্যাম্প ন্যু স্টেডিয়ামকে সংস্কার করে নতুন ভাবে সাজানো হয়েছে। কাউকে না জানিয়ে মেসির এমন ক্যাম্প ন্যু'তে আসা এবং নিরাপত্তা প্রহরিদের অনুমতি নিয়ে মাঠে প্রবেশ করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর হৈ চৈ পড়ে যায়।
মেসি এক্স টুইটারে নিজের প্রতিক্রিয়ায় জানান; গতরাতে তিনি যেখানে গিয়েছিলেন, তা হৃদয় থেকে মিস করেন। যেখানে প্রচন্ড খুশি ছিলেন, খেলোয়াড় হিসেবে না হলেও একদিন বার্সেলোনায় ফিরে আসার কথাও লেখেন মেসি।
এরপরই বার্সা সভাপতি মেসির ভাস্কর্য নির্মাণের ঘোষনা দেন এবং মেসিকে আনুষ্ঠানিক ভাবে মাঠ থেকে বিদায় জানানোর জন্য ইন্টার মায়ামির সাথে বার্সেলোনার একটি ম্যাচ আয়োজনের কথাও জানান।
এর আগে স্যান্টোসে পেলে, নেপলসে ম্যরাডোনা, তুরিনে গ্যাবিয়েল বাতিস্তুতা, বার্সেলোনায় ইয়োহান ক্রুয়েফের ভাস্কর্য নির্মাণ হয়েছে।
বিভি/এজেড




মন্তব্য করুন: