• NEWS PORTAL

  • সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

এশিয়ান কাপ বাছাইয়ে অ্যাওয়ে ম্যাচ খেলতে ঢাকায় ভারত ফুটবল দল

প্রকাশিত: ২৩:১০, ১৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
এশিয়ান কাপ বাছাইয়ে অ্যাওয়ে ম্যাচ খেলতে ঢাকায় ভারত ফুটবল দল

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক খানিকটা উত্তপ্ত। ক্রীড়াঙ্গনেও এর প্রভাব পড়েছে। বাংলাদেশে ক্রিকেট খেলতে আসেনি ভারত। সাফ অ-২০ টুর্নামেন্ট ঢাকায় হওয়ায় ভারত নাম প্রত্যাহার করে। তবে এশিয়ান কাপ বাছাইয়ে অ্যাওয়ে ম্যাচ খেলতে আজ ঢাকায় এসেছে ভারত দল।

শনিবার (১৫ নভেম্বর) বিকালে আসায় ভারত অনুশীলন করেনি। আগামীকাল ঢাকায় প্রথম অনুশীলন করবে। ১৮ নভেম্বর স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হওয়ায় কালকের অনুশীলন ক্লোজড ডোর। পরশু দিন ম্যাচ ভেন্যু জাতীয় স্টেডিয়ামে প্র্যাকটিস করবে সফরকারীরা।

বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ হোম ম্যাচের আগে নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে। হামজা-সামিতকে নিয়ে বাংলাদেশ হোম ম্যাচ জিতেত পারেনি। অথচ ভারত ৬-১ গোলে ভুটানকে হারিয়েছে।

বাংলাদেশ দলের মূল শক্তি হামজা-সামিত। ভারত এবার প্রথমবারের মতো প্রবাসী ফুটবলার খেলাতে চায়। এজন্য অস্ট্রেলিয়ার রায়ান উইলিয়ামসকে ঢাকায় নিয়ে এসেছেন। তবে এখনো তার অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশনের অনাপত্তি পত্র ও ফিফার ক্লিয়ারেন্স আসেনি। ম্যাচের আগের দিন এই বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসলে ১৮ নভেম্বর মাঠে নামতে পারবেন না এই ফুটবলার।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2