• NEWS PORTAL

  • বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

সন্ধ্যায় টি-টেন লিগের ম্যাচে মাঠে নামছেন সাকিব

প্রকাশিত: ১৮:০০, ১৯ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সন্ধ্যায় টি-টেন লিগের ম্যাচে মাঠে নামছেন সাকিব

ছবি: সাকিব আল হাসান

আবুধাবি টি-টেন লিগের নতুন মৌসুমে রয়েল চ্যাম্পস দলের হয়ে খেলবেন সাকিব আল হাসান। শুধু খেলোয়াড় হিসেবেই নয়, বাংলাদেশি এই অভিজ্ঞ অলরাউন্ডার দলটির অধিনায়কত্বও সামলাবেন।

লিগে রয়েল চ্যাম্পসের প্রথম ম্যাচ আজ বুধবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। তাদের প্রতিপক্ষ ভিস্তা রাইডার্স। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হবে। অনলাইনে ফ্যানকোড (Fancode) অ্যাপের মাধ্যমে সরাসরি ম্যাচটি দেখা যাবে।

সাকিব ছাড়াও আরও দুই বাংলাদেশি খেলছেন এবারের টি-টেন আসরে। নর্দান ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামছেন তাসকিন আহমেদ, যিনি গতকালই প্রথম ম্যাচ খেলেছেন।

এদিকে সাইফ হাসানও পেয়েছেন দল। আয়ারল্যান্ড সিরিজের কারণে তিনি ২৩ নভেম্বর পর্যন্ত এনওসি পেয়েছেন এবং ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের আগেই দেশে ফিরতে হবে তাকে।

তবে নাহিদ রানার দল থাকা সত্ত্বেও তিনি বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় এই টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না।

বিভি/এআই

মন্তব্য করুন: