টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শের-ই বাংলা স্টেডিয়ামে শুরু হয় ম্যাচ। এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৮ রান।
এদিকে, আজকের দিনে সবচেয়ে বড় আলোচনার বিষয় মুশফিকুর রহিমের ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ। বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামছেন মুশফিকুর রহিম।
বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। আগের ম্যাচে খেলা দুই পেসার হাসান মাহমুদ আর নাহিদ রানা নেই এই ম্যাচে। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও হাসান মুরাদ।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: