• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

শততম টেস্টে সেঞ্চুরি করলেন মুশফিক 

প্রকাশিত: ০৯:৩৮, ২০ নভেম্বর ২০২৫

আপডেট: ১০:৪০, ২০ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
শততম টেস্টে সেঞ্চুরি করলেন মুশফিক 

ছবি: মুশফিকুর রহিম

দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। ইতিহাস গড়া টেস্টে ব্যাট হাতেও দারুণ এক ইনিংস উপহার দিলেন এই উইকেটকিপার ব্যাটার। নিজের শততম টেস্টে সেঞ্চুরি করলেন মুশফিক। 

৯৯ রানে অপরাজিত থাকা মুশফিক আজ (২০ নভেম্বর) হামফ্রিসের করা দিনের প্রথম ওভারটিতে কোনো রান নিতে পারেননি। তবে পরের ওভারে পেসার জর্ডান নিলের করা ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে মাইলফলকে পৌঁছান মুশফিক। শতক হাঁকিয়ে নিজের শততম টেস্ট ম্যাচ আরও রাঙিয়ে তুললেন তিনি। সেই সঙ্গে রাঙালেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের সকালও!

২১৪ বলে ৫ চারে ১০৬ রান করে সাজঘরে ফিরেন তিনি। শেষ খবর পর্যন্ত দলের সংগ্রহ ৫ উইকেটে ৩৪৮ রান। লিটন দাস ১২৬ বলে ৮০ রান করে অপরাজিত আছেন। 

এর আগে প্রথম দিনের খেলা শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৯২ রান। মুশফিক ৯৯ রানে অপরাজিত ছিলেন, অপর অপরাজিত ব্যাটার লিটন দাসের সংগ্রহ ছিলো ৪৭ রান।

মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট ক্রিকেট স্টেডিয়ামে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে মুশফিকের প্রয়োজন ছিলো মাত্র ১ রান। তখন প্রতিপক্ষ আয়ারল্যান্ড আলো স্বল্পতার অজুহাত দেখিয়ে খেলা শেষ করার জন্য আম্পায়ারদের জানালে দিনের খেলা সমাপ্ত করা হয়।

এছাড়া  ঢাকা টেস্টের প্রথম দিনে ১২৮ বলে ১টি বাউন্ডারির সাহায্যে ৬৩ রান করে ফিরেছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ। 

মুশফিকুর রহিম আর মাত্র ১ রানের অপেক্ষায় আছেন। আগামীকাল বৃহস্পতিবার আর মাত্র ১ রান করতে পারলেই টেস্ট ক্রিকেটে ১৩তম সেঞ্চুরির দেখা পাবেন। তখন আন্তর্জাতিক ক্রিকেটে তার ২২তম সেঞ্চুরি হবে। এছাড়া ওয়ানডেতে তিনি ৯টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।

 বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
এদিন সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ম্যাকব্রাইনের শিকার হয়ে ৩৫ রানে ফেরেন সাদমান।

এরপর ৩৪ রান করে সাজঘরের পথ দেখেন মাহমুদুল হাসান জয়। অধিনায়ক শান্তকে (৮) অল্পতেই পরাস্ত করেন ম্যাকব্রাইন। এরপর ইনিংসের চতুর্থ শিকারও তুলে নেন ম্যাকব্রাইন। আইরিশদের বাকিরা পাননি সাফল্য।

 

 

বিভি/এআই

মন্তব্য করুন: