• NEWS PORTAL

  • বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

উত্তেজনা ছড়িয়ে টাইব্রেকারে হেরে বিদায় ব্রাজিলের, ফাইনালে পর্তুগাল

প্রকাশিত: ১২:০৪, ২৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
উত্তেজনা ছড়িয়ে টাইব্রেকারে হেরে বিদায় ব্রাজিলের, ফাইনালে পর্তুগাল

বেশ দাপুটে জয় দিয়ে গ্রুপপর্ব, দ্বিতীয় রাউন্ড, সুপার সিক্সটিন, কোয়ার্টার ফাইনাল পার করেছিল ব্রাজিল। কিন্তু সেমিফাইনালে আর পারলো না। চারবারের চ্যাম্পিয়ন ব্রাজিল পঞ্চম ট্রফি জেতার মিশনে ছিল। কিন্তু পর্তুগালের কাছে হেরে ফাইনালে খেলার স্বপ্ন ভেঙে গেল।

সোমবার রাতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে পর্তুগাল টাইব্রেকারে ৬-৫ গোলে ব্রাজিলকে হারিয়েছে। শুরু থেকে ব্রাজিল একাধিক সুযোগ নষ্ট করে। অ্যাঞ্জেলো কান্দিদোর শট গোলবার ঘেষে যায়। অন্য পাশে আনিসিও কাবরালও সুযোগ কাজে লাগাতে পারেননি।

ব্রাজিল প্রথম লক্ষ্যে শট নেয় ২০ মিনিটে। ডেলের ওই শট রুখে দেন পর্তুগিজ কিপার রোমারিও কুনহা। ব্রাজিলিয়ান কিপার জোয়াও পেদ্রো পর্তুগালকে এগিয়ে যেতে দেননি। মাউরো ফুরতাদোর চেষ্টা নস্যাৎ করেন তিনি।

প্রথমার্ধের মতো বিরতির পরেও বল দখলে এগিয়ে ছিল ব্রাজিল। কিন্তু পরিষ্কার সুযোগ তারা তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধে দারুণ দলগত প্রচেষ্টায় পর্তুগালের প্রথম সুযোগ আসে। সান্তিয়াগো ভার্দির জোরালো শট গোলবারের পাশ দিয়ে যায়। ইনাসিও বক্সের বাইরে থেকে শট নেন। ব্রাজিলিয়ান কিপার সহজে তা ধরে ফেলেন।

নির্ধারিত সময়ের পর ম্যাচ গোলশূন্য ছিল। পর্তুগাল জিতে যায় পেনাল্টি শুটআউটে। দেশের ইতিহাসে প্রথমবার তারা ফাইনালে ওঠে। ১৯৮৯ সালে তৃতীয় হওয়া ছিল তাদের সেরা সাফল্য।

ফাইনালে পর্তুগাল খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে। প্রথম সেমিফাইনালে ২-০ গোলে ইতালিকে হারায় অস্ট্রিয়ানরা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রাজিল খেলবে ইতালির বিপক্ষে। রেকর্ড পাঁচটি শিরোপা জয়ী নাইজেরিয়াকে ছুঁতে ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে ব্রাজিলকে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2