আর এক ম্যাচ জিতলেই বাংলাদেশের এশিয়ান কাপে খেলার স্বপ্নপূরণ হবে
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে খেলার স্বপ্ন পুরণ থেকে মাত্র এক ম্যাচ দূরে বাংলাদেশ। বাছাই পর্বে টানা চতুর্থ ম্যাচে জিতেছে তারা। শুক্রবার (২৯ নভেম্বর) ২-১ গোলে হারিয়েছে বাহরাইনকে।
চীনের চংকিংয়ের ইয়ংচুয়াং স্পোর্টস সেন্টারে আগের তিন ম্যাচের মতো এ ম্যাচেও দুর্দান্ত শুরু করে বাংলাদেশের কিশোররা। প্রথমার্ধে গোল না পেলেও আক্রমণাত্মক ফুটবলে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করে ফয়সাল, রিফাত, অপুরা।
বিরতির পর আক্রমনের ধার বাড়ায় ছোটনের শিষ্যরা। ৫৯ মিনিটে বায়েজিত দলকে এগিয়ে দেন। এরপর অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের থ্রু পাস থেকে লং শটে বল জড়ান মানিক। ৮৫ মিনিটে এক গোল শোধ করে বাহরাইন। শেষ পর্যন্ত ২-১ এ ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। বাছাই পর্বে গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক চীন। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে আগামী বছর মে মাসে সৌদি আরবে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে খেলতে পারবে বাংলাদেশ।
বিভি/এজেড




মন্তব্য করুন: