• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বড় ধাক্কা খেলো রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ০৯:২৭, ১১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বড় ধাক্কা খেলো রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লা লিগায় সবশেষ পাঁচ ম্যাচের চারটিতে পয়েন্ট খোয়ানোর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও বড় ধাক্কা খেলো রিয়াল মাদ্রিদ। বুধবার ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এগিয়ে গিয়ে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের হারটা হয় ২-১ ব্যবধানে।

তিন দিন আগে লা লিগায় সেল্তা ভিগোর কাছে হারে লিগ-শিরোপা দৌড়ে বার্সেলোনার কাছে ৪ পয়েন্ট পিছিয়ে পড়া রিয়াল বেশ চাপে ছিলো। আর সিটির বিপক্ষে দানি কার্ভাহাল ও ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের পর ছিটকে যান ডিফেন্ডার এদের মিলিতাও। সঙ্গে যোগ হয় আক্রমণভাগে কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতি। তারপরও সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের প্রথম গোলটি করে জাভি আলোন্সোর মাদ্রিদ জায়ান্টরা।

২৮ মিনিটে জুড বেলিংহামের বাড়ানো বল ধরে বক্সের ভেতরে ঢুকে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন রদ্রিগো। প্রিমিয়ার লিগে সবশেষ তিন ম্যাচে জয় পাওয়া সিটি ৩৫ মিনিটেই গোল শোধ দেয়। কর্নার কিকে ইয়োস্কা গাভার্দিওলের হেড রিয়াল গোলরক্ষক কোর্তোয়া নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলে, ও’রিলি খুব কাছ থেকে বল জালে পাঠান।

আট মিনিট পর এগিয়েও যায় পেপ গার্দিওলার দল। দায় অ্যান্টনিও রুডিগারের। জার্মান ডিফেন্ডার বক্সের মধ্যে আর্লিং হালান্ডকে ফেলে দিলে পেনাল্টি দেন রেফারি। সফল স্পট কিক নেন নরওয়ের স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে সিটি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার দৃঢ়তায় ম্যাচে ফেরা হয়নি স্বাগতিকদের।

এই জয়ে সিটি ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ৩৬ দলের টেবিলে এক লাফে দ্বাদশ স্থান থেকে চার উঠেছে। রিয়াল ১২ পয়েন্ট নিয়ে ছয় থেকে সাতে নেমেছে। আর্সেনাল পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2