• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

বিপিএলে রাজশাহীর অধিনায়ক শান্ত, ঢাকার নেতৃত্বে মিঠুন

প্রকাশিত: ২১:২৫, ২২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিপিএলে রাজশাহীর অধিনায়ক শান্ত, ঢাকার নেতৃত্বে মিঠুন

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত। আর মোহাম্মদ মিঠুনকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে ঢাকা ক্যাপিটালস।

রাজশাহী দলে মুশফিকুর রহিম এবং আকবর আলীর মত অভিজ্ঞতাসম্পন্ন অধিনায়ক থাকা সত্ত্বেও তিন ফরম্যাটেই জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া শান্তকে বেছে নিয়েছে রাজশাহী টিম ম্যানেজমেন্ট।

আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে বাংলাদেশকে এবং বিপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। বিপিএলে ৮৫ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মুশি। এরমধ্যে ৪২টি করে জয় ও হার ছিল। ১টি ম্যাচ টাই হয়। 

অন্যদিকে ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন আকবর। চলতি বছর চার দিনের এবং টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জয়ী রংপুর বিভাগকে নেতৃত্ব দিয়েছেন তিনি। 

এ বছরের শুরুতে এসিসি ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠা বাংলাদেশ ‘এ’ দলেরও অধিনায়ক ছিলেন আকবর। ফাইনালে পাকিস্তান শাহিনসের কাছে সুপার ওভারে হেরে যায় বাংলাদেশ ‘এ’ দলটি। নেতৃত্ব এবং পারফরমেন্স দিয়ে নিজের যোগ্যতার প্রমান দিয়েছেন তিনি।  

রাজশাহীর অধিনায়ক হবার দৌড়ে এগিয়ে ছিলেন মুশফিক ও আকবর। কিন্তু  বিপিএলের ১২তম আসরের জন্য শান্তর কাঁধে অধিনায়কের গুরুদায়িত্ব তুলে দিয়েছে রাজশাহী। বিপিএল নিলামের আগে সরাসরি চুক্তিতে শান্তকে দলে নেয় রাজশাহী।

বেশ কয়েক বছর ধরে জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফরমেন্স করছেন মিঠুন। অধিনায়ক হিসেবেও সুনাম কুড়িয়েছেন তিনি। বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এবং জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সফলভাবে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন মিঠুন।

গত মৌসুমে চট্টগ্রাম কিংসকে নেতৃত্ব দিয়েছেন মিঠুন। তার নেতৃত্বে ফাইনাল খেলেছিল চট্টগ্রাম। শিরোপা নির্ধারনী ম্যাচে ফরচুন বরিশালের কাছে হেরে রানার্স-আপ হয়েছিল চট্টগ্রাম।

এছাড়াও বিপিএলে সিলেট স্ট্রাইকার্স, ঘরোয়া টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রাম, ডিপিএলে আবাহনী লিমিটেড এবং এনসিএলে খুলনা বিভাগের অধিনায়কত্ব করেছেন মিঠুন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2