ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন হওয়ায় পাকিস্তান দলকে সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার
বারবার ব্যর্থতার গল্প লিখতে লিখতে হয়তো ক্লান্তই হয়ে পড়েছিল পাকিস্তান। আইসিসি বা এসিসি, সিনিয়র বা জুনিয়র- ভারতের বিরুদ্ধে খেলতে নামলেই হারই ছিল পাকিস্তানের নিত্য দিনের ঘটনা। কিন্তু গতকাল দুবাইতে ছিল একটা স্বপ্নের রাত। যে রাত স্মরণ করিয়েছে ৮ বছর আগের স্মৃতি। ভারতকে ১৯১ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে পাকিস্তানের যুবারা। তাই তো তাদের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
ভারতের বিপক্ষে দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ঘরে তোলার কয়েক ঘণ্টার মধ্যেই বড় ঘোষণা এলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির কাছ থেকে—চ্যাম্পিয়ন দলের প্রতিটি ক্রিকেটারের জন্য মোটা অঙ্কের নগদ পুরস্কার।
পিসিবি–সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের ১৫ জন খেলোয়াড়ের প্রত্যেককে ৫০ লাখ পাকিস্তানি রুপি করে আর্থিক পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নকভি। সবার অর্থ যোগ করলে দাঁড়ায় সাড়ে সাত কোটি রুপি। শুধু পুরস্কার ঘোষণাতেই থেমে থাকেননি তিনি। দুবাইয়ে দলের সঙ্গে এক বৈঠকে ক্রিকেটারদের ব্যক্তিগতভাবে প্রশংসা করেন এবং ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাস জোগান।
সূত্র আরও জানায়, এই বৈঠকে মহসিন নকভি তরুণ ক্রিকেটারদের আশ্বস্ত করেছেন—তাদের পেশাগত ও ব্যক্তিগত প্রয়োজনের দিকে পিসিবি সর্বোচ্চ গুরুত্ব দেবে। চিকিৎসা সহায়তাসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। বোর্ডের শীর্ষ মহলের এমন বার্তা পাকিস্তানের বয়সভিত্তিক ক্রিকেটে দীর্ঘমেয়াদি পরিকল্পনারই ইঙ্গিত দিচ্ছে।
এর আগে রবিবার দুবাইয়ের আইসিসি একাডেমিতে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে রীতিমতো বিধ্বস্ত করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ফাইনালে বিশেষভাবে নজর কেড়েছেন ওপেনার সামির মিনহাস। চাপের ম্যাচে ১৭২ রানের অনবদ্য ইনিংস খেলে পাকিস্তানের বিশাল সংগ্রহের ভিত গড়ে দেন তিনি।
৩৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় দল গুটিয়ে যায় মাত্র ১৫৬ রানে। আলি রাজার চার উইকেটের ঝলক আর সহায়তা বোলারদের ধারাবাহিক আঘাতে একতরফা হয়ে যায় ম্যাচ। ফলে ১৯১ রানের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে পাকিস্তান।
বিভি/এজেড




মন্তব্য করুন: