• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

মাঠে গড়ালো বিপিএল, টস জিতলো রাজশাহী, ব্যাটিংয়ে সিলেট

প্রকাশিত: ১৪:৫১, ২৬ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৪:৫৫, ২৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মাঠে গড়ালো বিপিএল, টস জিতলো রাজশাহী, ব্যাটিংয়ে সিলেট

ছোটখাটো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স। টুর্নামেন্টের প্রথম ম্যাচে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পঠিয়েছে রাজশাহী।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (২৬ ডিসেম্বর) ম্যাচ শুরু হবে দুপুর ৩টায়। এর আগে প্রথম ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে ‘ডে লাইট ফায়ার ওয়ার্ক’ বা দিনের আলোয় বিশেষ আতশবাজি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। বিসিবি এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে মাঠেই উদ্বোধনী মুহূর্তটি উদযাপন করবেন।

সিলেট একাদশে চার বিদেশির মধ্যে রয়েছেন- সায়েম আইয়ুব, হজরতুল্লাহ জাজাই, ইথান ব্রুকস ও মোহাম্মদ আমির। অন্যদিকে রাজশাহীর বিদেশি ক্যাটাগরিতে আছেন- শাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ, বিনুরা ফার্নান্দো ও স্বন্দীপ লামিচানে। 

আজকের স্বাগতিক দল সিলেটের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও রাজশাহীর সেনাপতির দায়িত্বে আছেন নাজমুল হাসান শান্ত।

সিলেট টাইটান্স একাদশ: সায়েম আইয়ুব, রনি তালুকদার, হজরতুল্লাহ জাজাই, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, ইথান ব্রুকস, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, খালেদ আহমেদ ও রুয়েল মিয়া।

রাজশাহী ওয়ারিয়র্স একাদশ: তানজিদ তামিম, শাহিবজাদা ফারহান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, মোহাম্মদ নওয়াজ, তানজিম সাকিব, এসএম মেহরাব, আব্দুল গাফফার সাকলাইন, বিনুরা ফার্নান্দো ও স্বন্দীপ লামিচানে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2