• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

বিপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখী চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস

প্রকাশিত: ১৮:৫৮, ২৬ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৯:০০, ২৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখী চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস

বিপিএলের ১২তম আসরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখী হতে চলেছে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সিলেটে শুরু হবে ম্যাচটি। 

এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সকে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। প্রথম ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে সিলেট ১৯০ রান সংগ্রহ করে।  জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৪ বলে ১৯২ রান সংগ্রহ করে ৮ উইকেটে জয় তুলে নেয় রাজশাহী।

এদিকে, আর্থিক ও ব্যবস্থাপনা সংকটের কারণে শেষ মুহূর্তে এসে দলের মালিকানা ছেড়ে দিয়েছে চট্টগ্রাম রয়্যালস ফ্রাঞ্চাইজি। বিপিএল চালিয়ে নিতে দলটির দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

উল্লেখ্য, এবারের টুর্নামেন্টের প্রথম পর্ব শুরু হলো সিলেট থেকে। সিলেট, চট্টগ্রাম ও ঢাকা; এই তিন ভেন্যুতে হবে টুর্নামেন্টের মোট ৩৪টি ম্যাচ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এই পর্ব চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত। এরপর বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত হবে চট্টগ্রাম পর্ব। সবশেষে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকা পর্ব চলবে ১৫ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত। ফাইনাল আগামী ২৩ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2