• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

সুখবর পেলেন মুস্তাফিজ, পিএসএলে চুক্তিবদ্ধের ঘোষণা 

প্রকাশিত: ২২:২৫, ৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ২৩:২৩, ৬ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সুখবর পেলেন মুস্তাফিজ, পিএসএলে চুক্তিবদ্ধের ঘোষণা 

আইপিএল থেকে বিতর্কিতভাবে বাদ পড়ার তিন দিন পরই বাংলাদেশের পেসারকে বড় সুখবর দিলো পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। সামনের আসরে ফিজকে চুক্তিবদ্ধ করার ঘোষণা দিল দেশটি।
 
বাংলাদেশের জার্সিতে আঙুল উঁচিয়ে উদযাপন করছেন মুস্তাফিজুর রহমান, একটি ফটোকার্ড পোস্ট করা হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অফিসিয়াল ফেইসবুক পাতায়। সেখানে মোটা অক্ষরে লেখা, ‘মুস্তাফিজুর রহমান- পিএসএলের নতুন যুগে স্বাগত।’

যেটির মানে, পিএসএলের সামনের আসরে দেখা যাবে মুস্তাফিজকে। আইপিএল থেকে বিতর্কিতভাবে বাদ পড়ার তিন দিন পরই বাংলাদেশের পেসারকে চুক্তিবদ্ধ করার ঘোষণা দিল পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ।

পিএসএলে কোন দলে খেলবেন ৩০ বছর বয়সী পেসার, তা অবশ্য জানানো হয়নি। সেই ঘোষণা আসবে পরে।

আগে একবারই পিএসএলে খেলেছেন মুস্তাফিজ। ২০১৮ আসরে পাঁচটি ম্যাচ খেলেছিলেন তিনি লাহোর কালান্দার্সের হয়ে। ওভারপ্রতি ৬.৪৩ রান দিয়ে উইকেট নিয়েছিলেন চারটি।

আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের নতুন আসরে কলকাতান নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজের। দুর্দান্ত ফর্মে থাকা পেসারকে গত মাসে নিলামে ৯ কোটিং ২০ লাখ রুপিতে নিয়েছিল দলটি। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা ও ধর্মীয় গোষ্ঠীর প্রতিবাদের মুখে তাকে দল থেকে বাদ দিনে নির্দেশ দেয় ভারতীয় বোর্ড। গত শনিবার তাকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় কলকাতা।

এরপর তুমুল উত্তপ্ত হয়ে ওঠে ভারত-বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক। আগামী মাসের বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ঘোষণা দেয় বিসিবি। বাংলাদেশের ম্যাচগুলি ভারতের বাইরে সরিয়ে নিতে আইসিসিকে চিঠি পাঠায় তারা। এরপর সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে ঘোষণা আসে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার।

বিসিবি এখন অপেক্ষা করছে আইসিসির কাছ থেকে জবাবের। এই ডামাডোলের মধ্যেই মুস্তাফিজের পিএসএলে চুক্তির খবর এলো।

আইপিএল শুরুর তিন দিন আগে, আগামী ২৩ মার্চ শুরু হবে পিএসএলের একাদশ আসর। ৬ দল থেকে বাড়িয়ে এবার ৮ দল করা হয়েছে টুর্নামেন্টে। এছাড়াও আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। 'নতুন যুগ' বলা হচ্ছে কারণেই।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2