• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

বিপিএলে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে না আনার সিদ্ধান্ত বিসিবির

প্রকাশিত: ২২:৫৫, ৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ২৩:০২, ৬ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বিপিএলে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে না আনার সিদ্ধান্ত বিসিবির

বিপিএলের ঢাকা পর্বে উপস্থাপনার দায়িত্ব নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আসছেন না ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের সম্পর্কে সাম্প্রতিক টানাপোড়েনের প্রভাবেই এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জানা যায়, চলতি আসরে বিপিএলের উপস্থাপনায় বাড়তি আকর্ষণ যোগ করতে এবার দুই নারী উপস্থাপককে যুক্ত করা হয়েছিল-পাকিস্তানের জয়নাব আব্বাস এবং ভারতের রিধিমা পাঠক। সিলেট পর্বে শুরু থেকেই জয়নাব আব্বাসকে দেখা গেছে, তার সাবলীল উপস্থাপনা দর্শকদের নজরও কেড়েছে। তবে, সিলেট পর্বের কয়েকটি ম্যাচ বাকি থাকতেই তিনি ব্যক্তিগত কারণে দেশে ফিরে যান। এরপর ঢাকা পর্বে রিধিমা পাঠকের দায়িত্ব নেওয়ার কথা থাকলেও সেটি আর হচ্ছে না। এই সিদ্ধান্তের পেছনে সাম্প্রতিক সময়ের ঘটনাপ্রবাহ বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর দুই দেশের ক্রিকেট অঙ্গনে উত্তেজনা তৈরি হয়। ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে স্কোয়াড থেকে ছাড়ে—যা বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2