ভারতে বিশ্বকাপ খেলতে আইসিসির অনুরোধ আবার প্রত্যাখ্যান করেছে বিসিবি
ভারতের মাটিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনায়, আইসিসির অনুরোধ প্রত্যাখান করেছে বিসিবি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভিডিও কনফারেন্সে নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলংকায় আয়োজনের আবেদনটি গুরুত্বের সাথে বিবেচনার অনুরোধ জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গ্রুপ পরিবর্তন করেই বিসিবির অনুরোধ রাখতে পারে আইসিসি।
ভারতে উগ্রবাদী হিন্দুদের হুমকির মুখে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্রিকেটার-সমথর্কদের নিরাপত্তার প্রশ্নে ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচগুলো না খেলার সিদ্ধান্ত নেয় সরকার ও বিসিবি। আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন জানায় বোর্ড। আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলংকায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ পর্বের সূচিতে বাংলাদেশের ম্যাচগুলো আছে ভারতের ভেন্যুতে।
বিসিবির আবেদন মঞ্জুর হয়নি। উল্টো আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টের সূচি এরইমধ্যে ঘোষণা করা হয়েছে এবং বিসিবি যেন তাদের অবস্থান পুনর্বিবেচনা করে। বিসিবির জবাব, আইসিসির নিরাপত্তা কমিটির রিপোর্টের পর এই অনুরোধ বিবেচনার কোন সুযোগ নেই। আইসিসির সাথে বিসিবির ভিডিও কনফারেন্সে দু’পক্ষই একমত হয়, সম্ভাব্য সমাধান বের করার লক্ষ্যে আলোচনা চলবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘সি’তে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। বিশ্বকাপের বাকি ২৫ দিন। এই সময়ে গ্রুপের বাকি চার দলকে রাজি করিয়ে ভেন্যু পরিবর্তন প্রায় অসম্ভব। সেক্ষেত্রে সহজ সমাধান হতে পারে গ্রুপ সি থেকে গ্রুপ বি'তে বাংলাদেশকে জায়গা করে দেওয়া।
গ্রুপ ‘বি’তে আছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান। শ্রীলংকা স্বাগতিক হওয়ায় এই গ্রুপের সব খেলাই হবে শ্রীলংকাতে। আইসিসি একটি দলকে রাজি করিয়ে ‘বি’ গ্রুপে পাঠিয়ে দিলেই হয়ে যাবে জটিল সমস্যার সহজ সমাধান।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: