ফিফা বিশ্বকাপ ট্রফিতে স্বর্ণের পরিমাণ কতটুকু ও দাম কত?
ফিফা বিশ্বকাপের বর্তমান ট্রফির নকশা করেছেন ইতালিয়ান ভাস্কর সিলভিও গাজ্জানিকা। ১৯৭০ সালে ব্রাজিল তাদের তৃতীয়বার বিশ্বকাপ জেতার পর, তারা জুলেরিমে ট্রফিটি স্থায়ী করে ফেলে। এরপর ১৯৭১ সালে গাজ্জানিকা নতুন এই ট্রফিটি তৈরি করেন। তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ৫০ হাজার মার্কিন ডলার।
এই ট্রফির মহিমা ও জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে এর আর্থিক মূল্যও বেড়েছে। আজকের দিনে এই স্বর্ণালী ট্রফির আর্থিক মূল্য প্রায় ১ কোটি মার্কিন ডলার। ট্রফিটি তৈরি হয়েছে ১৮ ক্যারেটের স্বর্ণ দিয়ে, যার ওজন ৫ কেজি। এছাড়া, ট্রফিটির একটি ম্যালাকাইট ভিত্তি রয়েছে যার উচ্চতা ১৩ সেন্টিমিটার। মোট উচ্চতা ৩৬.৮ সেন্টিমিটার এবং ওজন ৬.১ কেজি।
বর্তমান বাজার মূল্যে শুধু এই ট্রফিটির স্বর্ণের মূল্যই প্রায় দেড় লাখ মার্কিন ডলার। তবে এর ঐতিহ্য ও ইতিহাসের মূল্য আর্থিক মূল্য থেকে অনেক বেশি।
১৯৭৪ সালে এই ট্রফিটি প্রথমবারের মতো ব্যবহৃত হয়, এবং প্রথম জয়ী দল ছিলো পশ্চিম জার্মানি। সর্বাধিক তিনবার এই ট্রফি জিতেছে জার্মানি, দুইবার করে জয়ী হয়েছে আর্জেন্টিনা, ইতালি ও ব্রাজিল। স্পেন ও ফ্রান্স একবার করে এই ট্রফি জিতেছে।
আসন্ন রাশিয়া বিশ্বকাপে মোট পুরস্কার হবে ৪০০ মিলিয়ন ডলার, যার মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ৩৮ মিলিয়ন ডলার।
বিশ্বকাপ ট্রফি শুধু একটি প্রতীক নয়, এটি ফুটবল ইতিহাস ও গৌরবের প্রতিচ্ছবি, যার মূল্য কেবল আর্থিক নয়, বরং বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের জন্য অনন্য একটি মর্যাদার প্রতীক।
বিভি/টিটি



মন্তব্য করুন: