ফাইনালে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠালো চট্টগ্রাম, শিরোপা জিতবে কে?
আর কিছুক্ষণ পরই শুরু হচ্ছে দ্বাদশ বিপিএলের ফাইনাল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে টস জিতেছে চট্টগ্রাম রয়্যালস। টার্গেটে খেলার লক্ষ্য নিয়ে নাজমুল হোসেন শান্তদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন শেখ মাহেদী হাসান।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে। ফাইনালিস্ট দুটি দল চলতি আসরেই তিনবার মুখোমুখি হয়েছে। লিগপর্বে দুইবারের দেখায় রাজশাহী ও চট্টগ্রাম একটি করে ম্যাচ জিতেছে। শীর্ষে থেকে নাজমুল হোসেন শান্তর রাজশাহী এবং শেখ মেহেদীর চট্টগ্রাম প্লে-অফে নামে টেবিলের দুইয়ে থেকে। ফলে শীর্ষ দুই দলের আবারও দেখা হয় প্রথম কোয়ালিফায়ারে। সেখানে রাজশাহীকে হারিয়ে ফাইনালে উঠেছিল চট্টগ্রাম।
এর আগে ২০১৯ সালে রাজশাহী রয়েলস নামে প্রথমবার বিপিএল শিরোপর জিতেছিল রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। এবার তাদের সামনে দ্বিতীয় শিরোপার হাতছানি। অন্যদিকে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি একবারো শিরোপা ঘরে তুলতে পারেনি। রয়েলসের আগেও বন্দরনগরীর দলটি কিংস, ভাইকিংস ও চ্যালেঞ্জার্স নামে খেলেছে।
ফাইনাল ম্যাচে রাজশাহী একাদশ: শাহিবজাদা ফারহান, তানজিদ হাসান, কেন উইলিয়ামসন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, এসএম মেহরব, জেমস নিশাম, আব্দুল গাফফার সাকলাইন, তানজিম হাসান সাকিব, বিনুরা ফার্নান্দো ও হাসান মুরাদ।
ফাইনাল ম্যাচে চট্টগ্রাম একাদশ: মির্জা বেগ, মোহাম্মদ নাঈম, হাসান নওয়াজ, আসিফ আলী, শেখ মাহেদী হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, আমির জামাল, তানভির ইসলাম, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম ও জাহিদুজ্জামান।
বিভি/এজেড



মন্তব্য করুন: