টানা চার ফাইনাল খেলে তৃতীয় শিরোপা জিতলো ইস্টার্ন কেপ
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ এসএ টি-টোয়েন্টিতে তৃতীয় শিরোপা জিতেছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। রবিবার কেপ টাউনের ফাইনালে প্রিটোরিয়া ক্যাপিটালসের ৭ উইকেটে করা ১৫৮ রান চার বল হাতে রেখে চার উইকেট হারিয়ে টপকে যায় ট্রিস্টান স্টাবসের দল।
প্রায় একার চেষ্টায় প্রিটোরিয়াকে লড়াইয়ের পূঁজি এনে দেন ডেওয়াল্ড ব্রেভিস। নিউল্যান্ডসে টস হেরে ব্যাটিং পাওয়া প্রিটোরিয়ার পক্ষে চার নম্বরে নেমে সেঞ্চুরির ইনিংস খেলেন ব্রেভিস। ২৬ বলে ছয় চার ও তিন ছয়ে ফিফটি করা এই প্রোটিয়া ব্যাটসম্যান পরে আরও দুটি চারের সঙ্গে চারটি ছক্কা হাঁকিয়ে ১০১ রানে অপরাজিত থাকেন।
দলের পক্ষে ওপেনিংয়ে নামা ব্রাইস পার্সন ৩০ বলে ৩০ ও শেরফান রাদারফোর্ড ১১ বলে ১৭ করে দুই অংকে পৌঁছাতে পারেন। ২০ ওভার শেষে প্রিটোরিয়ার সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৫৮ রান। মার্কো জানসেন চার ওভারে ১০ রান দিয়ে তিন উইকেট নেন।
দক্ষিণ আফ্রিকার এই ফ্র্যাঞ্চাইজি লিগে চার আসরেই ফাইনালে খেলা ইস্টার্ন কেপ ১৪তম ওভারে ১০৮ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে। পঞ্চম উইকেটে ম্যাথু ব্রিটস্কি ও ট্রিস্টান স্টাবস অবিচ্ছিন্ন থেকে চার বল আগে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
ব্রিটস্কি ৪৯ বলে পাঁচ চার ও দুই ছয়ে ৬৮, স্টাবস ৪১ বলে দুই চার ও চার ছয়ে ৬৩ রান করেন। ব্রেভিস ফাইনাল সেরা, কুইন্টন ডি কক সিরিজ সেরার পুরষ্কার জেতেন।
বিভি/এজেড



মন্তব্য করুন: