• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ

‘বি’ গ্রুপে বাংলাদেশ, সঙ্গী আছে ভারত ও পাকিস্তান

প্রকাশিত: ১২:৩৮, ২৬ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
‘বি’ গ্রুপে বাংলাদেশ, সঙ্গী আছে ভারত ও পাকিস্তান

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। সুখবর এসেছে ফুটসাল থেকে। এবার চলছে ফুটবলের পালা। সেটারই জোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। নিশ্চিত হয়েছে ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপিংও। ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ।

চলতি বছরের ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত মালদ্বীপে বসবে ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। গতকাল থাইল্যান্ডের ব্যাংককে হয়ে গেল এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠান। গ্রুপ ‘বি’-তে জায়গা হয়েছে বাংলাদেশের। যেখানে দুই প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। গ্রুপ ‘বি’-তে আছে নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।

অনূর্ধ্ব-২০ পর্যায়ে এর আগে দুইবার সাফের আসর বসেছিল। ২০২২ সালে প্রথমবার শিরোপা জিতেছিল ভারত। আর সর্বশেষ ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

অনূর্ধ্ব-২০, ১৯ ও ১৮ পর্যায়ের আসরগুলো যুব সাফ হিসেবে বিবেচিত হয়। একেক বছর একেক পর্যায়ের টুর্নামেন্ট হয়। অ-১৮ ও অ-১৯ পর্যায়ে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই দুই আসরে বাংলাদেশের কোনো শিরোপা নেই। রানার্স আপ হয়েছে চারবার।

বিভি/এজেড

মন্তব্য করুন: