নিজেরা কোনো গোল না দিয়েও জয় পেল রোনালদোর আল নাসর
আত্মঘাতী গোলে আল তাওউনকে ১-০'তে হারিয়ে সৌদি প্রো লিগে টানা তৃতীয় জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। সোমবার এই জয়ে রিয়াদভিত্তিক দলটি লিগে দ্বিতীয় স্থান দখলের পাশাপাশি আল হিলালের সঙ্গে ব্যবধানও কমিয়েছে।
রিয়াদের আল আওয়াল পার্কে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলো আল নাসর। দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করেন রোনালদো। ৪০ বছরের পর্তুগিজ ফুটবল সুপারস্টারের কাছ থেকে নেওয়া ভলি শট ক্রসবারে লাগে।
এক মিনিট পর রোনালদোর পাস থেকে সেন্ট্রাল ডিফেন্ডার সিমাকান হেডে বল জালে পাঠালেও ভিএআর দেখে অফসাইড ঘোষণা করেন রেফারি। অবশেষে ৪৫ মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতি গোলে লিড পায় স্বাগতিকরা। আফ্রিকা নেশন্স কাপ জিতে দলে ফেরা সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানের বক্সে ফেলা বল হেডে বিপদমুক্ত করতে গিয়ে তা নিজেদের জালে পাঠান আল দাউসারি।
৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করেন মানে। বক্সের ভেতর থেকে নেওয়া তার বাঁকানো শট ডান পোস্টে প্রতিহত হয়। চলতি লিগে ১৬ গোল করা রোনালদো শেষ দিকে সুযোগ মিস করলে ১-০'তে জয়েই সন্তুষ্ট থাকতে হয় আল নাসরকে।
১৭ ম্যাচে আল আহলির সমান ৪০ পয়েন্ট নিয়ে প্রতিপক্ষকে গোল ব্যবধানে পেছনে পেলে লিগ টেবিলের দুইয়ে ফিরেছে রোনালদোরা। সমান ম্যাচে ৫ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আল হিলাল।
বিভি/এজেড



মন্তব্য করুন: