• NEWS PORTAL

  • বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

ভিসা জটিলতায় স্কটল্যান্ড, বিশ্বকাপ নিয়ে নানা জটিলতা

প্রকাশিত: ২০:৩৫, ২৭ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ভিসা জটিলতায় স্কটল্যান্ড, বিশ্বকাপ নিয়ে নানা জটিলতা

শেষ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেলেও নানা জটিলতায় পড়েছে স্কটল্যান্ড ক্রিকেট দল। স্কোয়াডের কয়েকজন খেলোয়াড়ের ভিসা সমস্যা, বিশ্বকাপের জন্য আলাদা জার্সি না থাকা এবং কোনো স্পন্সর না জোটার মতো চ্যালেঞ্জের মুখে পড়েছে তারা।

বিশেষ করে পাকিস্তানি বংশোদ্ভূত পেসার সাফিয়ান শরিফসহ কয়েকজন ক্রিকেটারের ভিসা দ্রুত সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে। তবে এসব জটিলতার মধ্যেও নির্ধারিত সময়েই ভারতে পৌঁছাতে পারবে স্কটল্যান্ড দল এমন আশাবাদ ব্যক্ত করেছেন ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড।

বাংলাদেশের পরিবর্তে শেষ মুহূর্তে টুর্নামেন্টে সুযোগ পাওয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছে স্কটিশ ক্রিকেট বোর্ড। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে শনিবার স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারত থেকে শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর অনুরোধ প্রত্যাখ্যান হওয়ার পর নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ।

টুর্নামেন্টে অংশ না নেওয়া দলগুলোর মধ্যে আইসিসি র‍্যাঙ্কিংয়ে (১৪তম) শীর্ষে থাকায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়। আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তার কাছ থেকে ফোন পাওয়ার পর থেকেই ক্রিকেট স্কটল্যান্ডের কর্মকর্তারা দিন-রাত কাজ করছেন বলে জানান লিন্ডব্লেড।

ভিসা প্রক্রিয়া নিয়ে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা আমন্ত্রণ পেয়ে অত্যন্ত আনন্দিত। পরিস্থিতি অবশ্যই ব্যতিক্রমী ও চ্যালেঞ্জিং, তবে আমরা আত্মবিশ্বাসী যে সব খেলোয়াড়কে সময়মতো সেখানে পাঠাতে পারব।

বিশ্বকাপ সামনে রেখে দ্রুত একজন বড় স্পন্সর যুক্ত করার চেষ্টা চলছে স্কটল্যান্ডের। পাশাপাশি নতুন জার্সি সময়মতো পাওয়া যাবে বলেও আশাবাদী তারা। লিন্ডব্লেড বলেন,নতুন কিট পেলে ভালো, না পেলেও আমাদের নিয়মিত ক্রিকেট স্কটল্যান্ডের জার্সিতেই খেলতে দেখা যেতে পারে। স্পন্সর ঠিক করতে হাতে আছে মাত্র সাত দিন।

বিশ্বকাপে মূলত বাংলাদেশের নির্ধারিত সূচিই পেয়েছে স্কটল্যান্ড। উদ্বোধনী দিনে কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে তারা। আপাতত সেই ম্যাচ পিছিয়ে যাওয়ার কোনো আশঙ্কা দেখছেন না লিন্ডব্লেড।

বিভি/টিটি

মন্তব্য করুন: