• NEWS PORTAL

  • শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ! 

প্রকাশিত: ১৮:০৬, ৩০ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:০৮, ৩০ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ! 

ছবি: টি-টোয়েন্টি বিশ্বকাপ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ দল। তবে পুরোপুরি নিভে যায়নি লাল-সবুজের আলো। কারণ বিশ্বকাপের মাঠেই থাকছেন বাংলাদেশের প্রতিনিধি—এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌল্লা ইবনে শহীদ ও আইসিসি আন্তর্জাতিক প্যানেলের গাজী সোহেল। 

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার মাটিতে পর্দা উঠছে ক্রিকেটের মহাযজ্ঞের। সেখানে ব্যাট-বলের লড়াইয়ে না থাকলেও, সিদ্ধান্তের মঞ্চে থাকবেন দুইজন বাংলাদেশি। 

গ্রুপ পর্বের ম্যাচ পরিচালনায় দায়িত্বে থাকছেন বিশ্বের সেরা ২৪ জন আম্পায়ার ও ৬ জন ম্যাচ রেফারি। উদ্বোধনী ম্যাচেই থাকছেন অভিজ্ঞ কুমার ধর্মসেনা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল পরিচালনার অভিজ্ঞতা থাকা এই আম্পায়ারের পাশে থাকবেন ওয়েন নাইটস—যার জন্য এটি হতে যাচ্ছে বিশ্বকাপ অভিষেক।

ক্রিকেট বিশ্বের পরিচিত নাম পল রেইফেল, রড টাকার, ক্রিস গ্যাফানি, রিচার্ড ইলিংওর্থদের সঙ্গেই দায়িত্ব পালন করবেন ম্যাচ অফিসিয়ালরা। ১৫ ফেব্রুয়ারি বহুল প্রতীক্ষিত ভারত–পাকিস্তান ম্যাচ পরিচালনায় থাকবেন ধর্মসেনা ও ইলিংওয়ার্থ।

 

বিভি/এমআর

মন্তব্য করুন: