অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল
১১তম শিরোপায় চোখ জোকোভিচের, প্রথম স্বাদ পেতে চান আলকারাজ
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে লড়বেন সার্বিয়ান সুপারস্টার নোভাক জকোভিচ ও স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন জোকোভিচ। ১১তম ট্রফি'র মিশনে সেমিফাইনালের বাধা দারুনভাবে টপকে যান সাবেক নাম্বার ওয়ান।
মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ২৪ বছর বয়সী ইয়ানিক সিনারের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখান ৩৮ বছর বয়সী জোকোভিচ। পিছিয়ে পড়েও ৩-৬, ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-৪ গেমে জিতে পা রাখেন ফাইনালে।
সিনারের হ্যাটট্রিক শিরোপার আশা চূর্ণ করে দেন নতুন ইতিহাস গড়ার পথে থাকা জোকো। এই জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেন তিনি। ওপেন যুগে সবচেয়ে বেশি বয়সে ফাইনালে ওঠা পুরুষ জোকোভিচ। ক্যারিয়ারে ৩৮তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল রেকর্ড ২৫টি শিরোপাস্বপ্নের মঞ্চে তিনি।
শেষ চারে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার ম্যারাথন লড়াইয়ে জার্মানির আলেকজান্ডার জেভরেভকে হারান স্প্যানিশ কার্লোস আলকারাস। তৃতীয় সেটের পর ঊরুর চোট ও ক্র্যাম্প ইনজুরিতে পড়েও হাল ছাড়েননি তিনি। প্রাথমিক চিকিৎসা নিয়ে লড়াই করেন।
৬-৪, ৭-৬, ৬-৭, ৬-৭ , ৭-৫ গেমে জিতে উঠে যান ফাইনালে। ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেনের ট্রফি জিতেছেন আলকারাস। প্রথমবার খেলবেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে। শিরোপায় চোখ তার।
বিভি/এজেড



মন্তব্য করুন: