• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

অপ্রতিরোধ্য ডেনমার্কের বিশ্বকাপ নিশ্চিত

প্রকাশিত: ১৫:২৩, ১৩ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
অপ্রতিরোধ্য ডেনমার্কের বিশ্বকাপ নিশ্চিত

ছবি: মার্কা

ইউরো চ্যাম্পিয়নশিপে হুট করে জ্বলে ওঠে ডেনমার্ক। প্রথম ম্যাচে অধিনায়ক ক্রিস্টিয়ানো এরিকসন অজ্ঞান হয়ে পড়ে যান। ওই ম্যাচে হার দিয়ে ইউরো আসর শুরু করে ডেনিসরা। পর্যন্ত দুর্দান্ত লড়াই করে ইউরো‘র সেমিফাইনাল খেলে। বিশ্বকাপ বাছাইপর্বেও জয়ের ধারা ধরে রেখেছে এরিকসনহীন ডেনমার্ক।

ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে টানা সপ্তম ম্যাচ জিতে দ্বিতীয় দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট কেটেছে ডেনমার্ক। এই নিয়ে স্বাগতিক কাতারসহ তিন দলের বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলো। এর আগে জার্মানির বিশ্বকাপ নিশ্চিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতেছে ডেনমার্ক। এতেই ২৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ যাত্রা নিশ্চিত হয়েছে ফিফা র‌্যাংকিংয়ে দশে থাকা দলটির। ম্যাচের ৫৩ মিনিটে ডেনমার্কের হয়ে একমাত্র গোলটি করেন জোয়াকিম মাহেলি।

বিভি/এসএম

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2