• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ | ১৬ আষাঢ় ১৪২৯

ফিফা র‌্যাংকিংয়ে পাকিস্তান থেকে এগিয়ে বাংলাদেশ 

প্রকাশিত: ১৬:৩৩, ২৩ জুন ২০২২

ফন্ট সাইজ
ফিফা র‌্যাংকিংয়ে পাকিস্তান থেকে এগিয়ে বাংলাদেশ 

নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। আগের মতো শীর্ষস্থানেই রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিজেদের দ্বিতীয় স্থানটি ধরে রেখেছে বেলজিয়াম। তবে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে আর্জেন্টিনার।

এক ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠে এসেছে লিওনেল মেসির দল। এদিকে, এক ধাপ অবনতি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের। বেনজিমা-এমবাপ্পের ফ্রান্স এখন চারে।  ইতালির বিপক্ষে ফাইনালিসিমা ও এস্তোনিয়ার বিপক্ষে জয়ের ফলে আর্জেন্টিনার রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ১৭৭০.৬৫- এ। অন্যদিকে, উয়েফা নেশন্স লিগের বাজে পারফরমেন্সের কারণে ফ্রান্সের রেটিং পয়েন্ট কমে নেমেছে ১৭৬৪.৮৫-তে।

ব্রাজিল আছে শীর্ষে। চলতি মাসে দুই ম্যাচ খেলে দুটোতেই জিতেছে কোচ তিতের শিষ্যরা। যার ফলে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে দলটি। দুইয়ে থাকা বেলজিয়াম এক ড্রয়ের বিপরীতে তিন জয় নিয়ে ধরে রেখেছে নিজেদের অবস্থান।

র‍্যাঙ্কিংয়ের নিচের দিকে থাকা বাংলাদেশের জন্য আছে দুঃসংবাদ। চলতি মাসের বাজে পারফর্ম্যান্সের ফলে র‍্যাঙ্কিংয়ে আরও অবনতি হয়েছে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দলের। চলতি মাসে ফিফা উইন্ডোটা ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু করলেও বাংলাদেশ হেরেছে পরের তিন ম্যাচেই। এর ফলেই র‍্যাঙ্কিংয়ে আরও নিচের দিকে নেমেছেন জামাল ভূঁইয়ারা। মার্চের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছিল ১৮৮তম অবস্থানে, আজ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে চার ধাপ নেমে বাংলাদেশ ৮৮৩. ১৮ পয়েন্ট নিয়ে ১৯২তম স্থানে অবস্থান করছে। আর ইন্ডিয়া ১১৯৮.৬৫ পয়েন্ট নিয়ে ফিফা র‌্যাংকিংয়ে ১০৪তম স্থানে অবস্থান করছে। পাকিস্তান ৮৬৬.৮১ পয়েন্ট নিয়ে ১৯৬ স্থানে।

শীর্ষে থাকা ব্রাজিলের রেটিং পয়েন্ট ১৮৩৭.৫৬। বেলজিয়াম দুইয়ে রয়েছে ১৮২১.৯২ পয়েন্ট নিয়ে।

বিভি/এএইচ/এএন

মন্তব্য করুন: