• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সাকিবের নৈপুণ্যে সিপিএলের প্লে-অফে গায়ানা 

প্রকাশিত: ১৩:১৩, ২৫ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
সাকিবের নৈপুণ্যে সিপিএলের প্লে-অফে গায়ানা 

সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্লে-অফে উঠেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৩৫ রান করার পর তিন উইকেট নেওয়ার পাশাপাশি ফিল্ডিংয়ে একটি রানআউট করেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।  

রবিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। 

নিজেদের মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ছয় উইকেটে ১৭৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে গায়ানা। রহমতউল্লাহ গুর্বাজ ৪২ বলে ৬০, সাকিব ২৫ বলে ৩৫, অধিনায়ক শিমরন হেটমায়ের ১৪ বলে ২৩ ও ওডিন স্মিথ ৭ বলে অপরাজিত ২২ রান করেন। সাকিব চারটি চারের সঙ্গে একটি ছক্কা হাঁকান। 

বল হাতে সেরা পারফরমেন্স সাকিবেরই। চার ওভারে ২০ রান দিয়ে তিন শিকার নেন বাংলাদেশ অলরাউন্ডার। সঙ্গে ত্রিনবাগোর 'ড্যাঞ্জারম্যান' নিকোলাস পুরানকে সরাসরি থ্রো'তে রানআউট করেন। ত্রিনবাগো ১৩৬-এ অলআউট হয়ে ৩৭ রানে ম্যাচ হারে। সাকিব হন ম্যাচ সেরা। ৯ খেলায় ৯ পয়েন্ট নিয়ে বার্বাডোস রয়্যালসের পর গায়ানা দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে উঠেছে।। ১০ খেলায় ৭ পয়েন্ট নিয়ে ছয় দলের টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ত্রিনবাগো।  

বিভি/টিটি

মন্তব্য করুন: