• NEWS PORTAL

  • রবিবার, ২৯ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নেইমার ভক্তরাও চান মেসির হাতেই উঠুক বিশ্বকাপ ট্রফি

প্রকাশিত: ১৪:৫৬, ১২ ডিসেম্বর ২০২২

আপডেট: ১৪:৫৭, ১২ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
নেইমার ভক্তরাও চান মেসির হাতেই উঠুক বিশ্বকাপ ট্রফি

সংগৃহীত ছবি

একটি দুটি করে ৬০টি ম্যাচ শেষ, কাতার বিশ্বকাপে।  গ্রুপ পর্ব এবং নক আউট পর্বের চমক আর কোয়ার্টার ফাইনালের নানা নাটকীয়তার পর কাতার বিশ্বকাপ গড়ালো সেমিফাইনালে। সেমিফাইনালের উত্তাপ, চার দলকে নিয়ে। কার হাতে যাবে এবারের ট্রফি তার জন্য অপেক্ষা করতে হবে সেমি আর ফাইনাল মিলে আরও তিনটি ম্যাচ। বিশ্বকাপের জন্য প্রিয় দলকে এগিয়ে রাখছেন বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকরা। 


লিওনেল মেসি-এমিলিয়ানো মার্টিনেজদের খেলা নিয়ে আড্ডা আর গল্পে মশগুল সমর্থকরা। বিশ্বাস শেষ চার টপকে খেলবে ফাইনাল। কোন বাধাই হতে পারবেনা ক্রোয়েশিয়া। 

মেসি নেইমার বরাবরই ভালো বন্ধু

আর্জেন্টিনা সেমিতে যাওয়ায় উচ্ছ্বসিত আকাশি-সাদার সমর্থকরা। তবে প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিদায়ে কিছুটা হতাশা, সুপার ক্লাসিকোর লড়াই না দেখতে পারায়। 

সেলেসাও সমর্থকরা বিষন্ন ব্রাজিলের বিদায়ে। তবে তাদের অনেকে মনে করেন- নেইমারের ভাগ্যে না মিললেও, মেসির হাতে উঠুক এবারের বিশ্বকাপের ট্রফি।


 

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2