• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সাকিবের পর সেঞ্চুরি বঞ্চিত তৌহিদ হৃদয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৮, ১৮ মার্চ ২০২৩

আপডেট: ১৭:৫০, ১৮ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
সাকিবের পর সেঞ্চুরি বঞ্চিত তৌহিদ হৃদয়

সাকিবের দেখানো পথেই ফেরলেন তৌহিদ হৃদয়ও। যেভাবে খেলছিলেন, তাতে সেঞ্চুরি পেতে পারতেন অবলীলায়ই। কিন্তু নার্ভাস নাইনটিনের ঘরে দুজনই আউট হয়ে সাজঘরে ফিরলেন। সাকিব ৯৩ রানে আউটের পর তৌহিদ হৃদয় আউট হয়েছেন ৯২ রানে। 

হিউমের বলে উইকেটের পেছনে যখন ক্যাচ দেন, ৯ চারে ৮৯ বলে ৯৩ রান করেছেন তিনি। সাকিবের সেঞ্চুরি না পাওয়ার ১৩৭০ দিন হয়ে গেল। সর্বশেষ ২০১৯ সালের ১৭ জুন সেঞ্চুরি করেছিলেন তিনি।  

৯৩ রানে আউট হয়ে সাকিব আরেকটি খারাপ রেকর্ডও নিজের করে নিয়েছেন। মুশফিকের রহিমের সঙ্গে যৌথভাবে ওয়ানডেতে চতুর্থ ও সব মিলিয়ে অষ্টমবারের মতো ‘নার্ভাস নাইন্টিজে’ আটকে গেছেন তিনি।  

অভিষেক ইনিংসে তৌহিদ হৃদয়ের ৯২ রানের ইনিংসটা ছিলো দুর্দান্ত। তিনি ৮৫ বলে আটটি চার আর দুটি ছাক্কার মার মারেন।   

এর আগে দলীয় ৪৯ রানের মাথায় তামিম ও লিটন ফিলে গেলে। ক্রিজে আসেন নাজমুল হাসান শান্ত’র সঙ্গে জুটি বাঁধে সাকিব আল হাসান। তবে ৮১ রানের মাথায় তাদের জুটে ভেঙে গেলে। অভিষেক ম্যাচ খেলতে নামেন তৌহিদ হৃদয়। সেখান থেকে তৌহিদ হৃদয়কে নিয়ে দলকে টেনে তুলেছেন। কিন্তু সাকিব আল হাসান ছুঁতে পারেননি তিন অঙ্ক।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৮ ওভাবে ৭ উইকেট হারিয়ে ৩১৩ রান করেছে বাংলাদেশ। 

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2