• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

জুনিয়র এএইচএফ কাপে এবারও ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: ১৯:০৭, ২২ জুন ২০২৪

ফন্ট সাইজ
জুনিয়র এএইচএফ কাপে এবারও ফাইনালে বাংলাদেশ

গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ জুনিয়র এএইচএফ কাপে এবারও ফাইনাল নিশ্চিত করেছে। শিরোপা ধরে রাখার মিশনে এবারও দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। সিঙ্গাপুরে শনিবার (২২ জুন) সেমিফাইনালে চাইনিজ তাইপেকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপার মঞ্চে পা রেখেছে আশিকুজ্জামানের শিষ্যরা।

গ্রুপপর্বে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রেখেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ চাইনিজ তাইপে ‘বি’ গ্রুপের রানার্স আপ। প্রথম কোয়ার্টার ১-১ গোলের সমতায় শেষ হলেও ম্যাচের বাকি সময় আধিপত্য করে খেলে বাংলাদেশের যুবারা।

১৬তম মিনিটে আমিরুল আর ২৩তম মিনিটে আব্দুল্লাহর গোলে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে আমিরুল আর শেষদিকে আব্দুল্লাহর গোলে ৫-১ ব্যবধানে জয় পায় লাল সবুজের প্রতিনিধিরা।
 
দ্বিতীয় সেমিফাইনালে চীন ও থাইল্যান্ডের মধ্যকার জয়ী দলের বিপক্ষে আগামীকাল ফাইনাল খেলবে আশিকুজ্জামানের শিষ্যরা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2